আমাগো হাসি-না আফার
ড. ইউনুসের প্রতি আক্রসের একটি প্রধান কারন আছে ।
হাচি-না আফার আছে ১৩ টা ড. রেট ডিগ্রি কিন্তু এতগুলো পাইয়াও নো-বেল এর মত বেল পাইটাছে না । শেখ মুজিবের দেশের পর-ধান-মনটিরি বলে নিজের পরিচয় দিলে কেউ চিনে না কিন্তু নোবেল বিজয়ী ড. ইউনুসের দেশ বললে সবাই চিনে । পর-ধান-মনটিরি এইটা মানতে পারেন না । কারন দেশ যেখানে মুজিবময় সেখানে ড. ইউনুসকে আর সামনে আগাতে দেওয়া যায় না ।
যারা হাচি-না আফার লীগ করেন এ পোষ্টে গালাগালি করতে চান তাগো মুজিবীয় শুভেচ্ছা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।