কাছে এসে পড়ছে ঈদ..! রোজার সংযম থেকে ঈদের আনন্দ গায়ে লাগছে বেশি....! শিক্ষার্থীরা অপেক্ষায় ভার্সিটি বন্ধের..., কর্মজীবীরা অপেক্ষা করছে কয়েকদিন শান্তিতে ঘরে থাকার...
সবাই ছক কষাকষি করছে ঈদে কি করবে... কিভাবে ঈদে সর্বোচ্চ আনন্দটা উপভোগ করা যায়...
এর মধ্যে....,
ছোট বাচ্চারা : ঈদে কেনা কাপড়টা সবার অজান্তে লুকিয়ে রাখছে... কেউ দেখে ফেললে পুরান হয়ে যাবে আবার...!
কিশোর বাচ্চারা : এরা কখনই হিসাব মেলাতে পারেনা কি কিনল আর কি বাদ পড়ল...! তবে যেই কাপড়টাই কিনছে তা দুই একবার পড়ে আয়নার সামনে মহড়া দিচ্ছে....! ঈদের দিন আবার এদের বিশেষ ভাব ধরতে হয়....!
কলেজ পড়ুয়া : তারা সবসময় চেয়ে থাকে নতুন ফ্যাশনের দিকে... নতুন আসা ফ্যাশনের দিকে সবাই একসাথে দৌড় দিবে...! অনেকটা মৌমাছির মত....!
ভার্সিটি পড়ুয়া : এখানে এসেই বৈষম্য..! যেই ছেলে/মেয়ে বহু কষ্ট করে বাবা মার কাছ থেকে একটু বাড়িয়ে টাকা এনেছে বন্ধুরা মিলে বসুন্ধরায় শপিং করবে তখন দেখা গেল তাদের অতি ধনী বন্ধুটি গুলশানের সুপার শপ থেকে তাদের কয়েকগুন বেশি টাকা দিয়ে পোশাক কিনছে...! তবুও তারা ছক কষছে টাকা টারে একটু এদিক সেদিক করে অন্য আরও একটা জিনিস কেনা...!
কর্মজীবী : তারা খুবই চিন্তায়
আছে বোনাসের টাকা দিয়ে কিভাবে সব ম্যানেজ করবে... সবারটা ম্যানেজ করতে গিয়ে নিজেরটা ভুলে গেছে বেমালুম....!
অবসরপ্রাপ্ত ব্যক্তি : কবে সন্তান আসবে আর দেখা হবে... বছরে মাত্র এক দুইবার এই সুযোগ আসে কেন তা নিয়ে কিছুটা রাগান্বিত....!
ঈদ এসে যাচ্ছে আর আমি কিছুটা চিন্তিত কর্মজীবী মানুষটার মত...!!! কিন্তু কেন চিন্তিত তার হিসাব মিলাতে পারছি না কৈশোর বয়সী ছেলেটার মত...!!! কেন মিলছে না এর জন্য অবসরপ্রাপ্ত
ব্যক্তিটার মত বেশ রাগান্বিতও বটে...!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।