আমাদের কথা খুঁজে নিন

   

(অ)প্রাপ্তির হিসাব

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

একটি করে মোমবাতি যায় নিভে আমার সময় ছুঁটে যায় শেষের দিকে, হয়তোবা আর কয়েকটি বছর তারপরেই শুরু হবে অজানার পথে সফর। অপ্রাপ্তিই শুধু প্রাপ্তি বাকি সব খাতাই যে রসগোল্লার মত দেখতে ডিম দিয়ে ভর্তি। আজও দেখা হয়নি ক্লান্ত পথিকের শক্তি ফসল হারানো অভাগা কৃষকের হাসি, পরীক্ষায় ফেল করে কান্নারত শিক্ষার্থীর চোখের পানি আর মজুরের বিনা বেতনে খাঁটা ঘর্মাক্ত শরীর। ঘরের মধ্যে বসে থেকে পাখির আওয়াজ শুনলেই ইচ্ছে করে পাখিটিকে ধরে দেখতে, আর টিনের চালে বৃষ্টি পড়লেই প্রান উড়ে বের হয়ে যায় মনের আনন্দে ভিজতে। প্রিয় মানুষের হাতে হাত রেখে নদীর তীর ধরে অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আজ শুধু স্বপ্নই যে। সময় কেবল বুলেটের গতিতে ছুটে যায় আর অপ্রাপ্তির খাতায় নতুন শব্দ যোগ হয়, নীল সমূদ্রে সাতার কাটা বুঝি স্বপ্নই থেকে যাবে ঢাকা শহরও ঘোরা হবে না আমাবস্যার রাতে। কিছুই যে করতে পারি নাই শিকলহীন খাঁচায় যে বন্দি, কি করে যে ছাড়া পাই দিন রাত তারই অংক কষি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।