আমাদের কথা খুঁজে নিন

   

হিসাব বিজ্ঞান ১

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility হিসাব শ্রেনী বিভাগ শ্রেনী বিভাগের পদ্ধতি ২টি ক. সনাতন পদ্ধতি খ. আধুনিক পদ্ধতি সনাতন পদ্ধতি ৩ প্রকার ১/ ব্যক্তিবাচক হিসাব ২/ সম্পত্তিবাচক হিসাব ৩/ নামিক হিসাব আধুনিক পদ্ধতি ৫ প্রকার ১/ ব্যয় হিসাব ২/ আয় হিসাব ৩/ সম্পদ হিসাব ৪/ দায় হিসাব ৫/ মূলধন হিসাব এখন আমরা আধুনিক পদ্ধতিতে আলোচনা করবঃ ১/ ব্যয় হিসাব ২ প্রকার ক. প্রত্যক্ষ ব্যয় খ. পরোক্ষ ব্যয় ক.প্রত্যক্ষ ব্যয় কি কি ? ক্রয় হিসাব , ক্রয়ফেরত হিসাব বা বহিঃ হিসাব, মজুরী, মজুরি-বেতন, ক্রয় পরিবহন বা অন্তঃপরিবহন, জাহাজভাড়া বা জলযান ভাড়া, আমদানি শুল্ক, তাপ-গ্যাস-পানি-বিদ্যুৎ, নগদ শুল্ক, ডাক চার্জ, রয়েলিটি, বিশেষ প‌্যাকিং খরচ । খ.পরোক্ষ ব্যয় কি কি ? বেতন, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রদত্ত ভাড়া, প্রদত্ত সুদ, মূলধনের সুদ, ব্যাংক ঋনের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যাংক সুদ নয় কিন্তু), বন্ধকী ঋনের সুদ, গৃহিত ঋনের সুদ, বিক্রয় পরিবহন বা বহিঃ পরিবহন, অফিস খরচ, কারবারী খরচ , বিজ্ঞাপন খরচ, মনিহারী, ভ্রমন খরচ, নিরীক্ষা ফি বা আউট ফি, অবচয় বা অবলোপন, অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা, ব্যাংক চার্জ, বকশিষ, খাজনা ও কর, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায়ি দেনা সঞ্চিতি বা নতুন কুঋণ সঞ্চিতি, ডাক ও তার, বীমা সেলামী বা বীমা প্রিমিয়াম, শিক্ষানবীস ভাড়া, বিদ্যুত বিল, বিবিধ ক্ষতি যা চুরি-ছিনতাই-আগুনে বিনষ্ট-জাহাজ ডুবী, আপ‌্যায়ন, বিক্রয় বাট্টা । ২/ আয় হিসাব ২ প্রকার ক. প্রত্যক্ষ আয় খ. পরোক্ষ আয় ক.প্রত্যক্ষ আয় কি কি ? বিক্রয় হিসাব, বিক্রয় ফেরৎ, ক্রয় বাট্টা খ.পরোক্ষ আয় কি কি ? উপভাড়া, শিক্ষানবিশ সেলামী, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, সঞ্চয় পত্রের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋনের সুদ, বিনিয়োগ সুদ, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন কাগজ বিক্রয়, বাড়ী ভাড়া প্রাপ্তি ৩/ দায় হিসাব কি কি ? মূলধনের হিসাব, অতিরিক্ত মূলধন, উত্তোলন/আয়কর/জীবন বিমা, বন্ধকী ঋন, গৃহিত ঋণ, ব্যাংক ঋন, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, হাবিব(পাওনাদার), সাধারন সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি । ৪/ সম্পদ হিসাব কি কি ? প্রদত্ত ঋন হিসাব, বিবিধ দেনাদার, প্রাপ‌্য বিল, বকেয়া আয়, অগ্রিম ব্যায়, বিলম্বিত বিজ্ঞাপন, অব্যবহৃত মনিহারী, কামাল(দেনাদার), ব্যাংক, সুনাম, ইজারা সম্পত্তি প‌্যাটেন্ট ও ট্রেড মার্ক, আসবাব পত্র, অফিস সরঞ্জাম, বিনিয়োগ বা লগ্নি, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, সমাপনি মজুদ পন্য, প্রারম্ভিক মজুদ পন্য, নগদান ৫/ মূলধন হিসাব কি কি ? মূলধন বাবদ আনীত টাকা এবং কোন স্থায়ী সম্দ একদিকে প্রতিষ্ঠানের সম্পদ বুঝায় এবং মালিক কর্তৃক পরিশোধিত কোন খরচ প্রতিষ্ঠানের ব্যয় বুঝায় । অন্য দিকে এ সকল ঘটনার ফলে মূলধন বৃদ্ধি পায় ।

এখন সনাতন পদ্ধতি নিয়ে আলোচন করাব ব্যক্তিবাচক হিসাবঃ উপরের আধুনিক পদ্ধতির সম্পদের ১ম ৯টি পয়েন্ট+ দায়ের শেষ ২টি বাদে সব পয়েন্ট এই হিসাবের অন্তর্ভুক্ত । সম্পত্তিবাচক হিসাবঃ উপরের সম্পদ হিসাবের শেষ ২টি বাদে সব পয়েন্ট । নামিক বা আয়-ব্যয় হিসাবঃ উপরের আধুনিক হিসাবের সব আয় + ব্যয় + দায়ের ২ দুইটি, আধুনিক পদ্ধতির সম্পদ হিসাবের শেষ ১০-২০ পর্যন্ত । ------------------------------------------------------------------------ আধুনিক পদ্ধতিতে ডেটর ও ক্রেডিটর নির্ণয় নিয়মঃ- ১/ প্রথমে ২টি হিসাব চিহ্নিত করতে হবে । ২/ হিসাব ২টির শ্রেনী নির্ণয় করতে হেব ।

৩/ হিসাব ২টির হ্রাস ও বৃদ্ধি নির্ণয় করতে হবে । (খুব জরুরী কারন সমন্বয় ও চূড়ান্ত হিসাবে অসম্ভব সহযোগীতা করবে, যেখানে বাক্য কঠিন মনে হবে) ৪/ সূত্রের প্রয়োগ করে ডেটর ও ক্রেডিটর নির্নয় করা । ------------------------------------------------------------------------ তবে জাবেদা করার ক্ষেত্রে নিম্ন লিখিত লেনদেন গুলো ধরা যাবে নাঃ ক্রয়ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, অবচয় ধরা হল, অনাদায়ী পাওনা লেখা হলে । অনলাইনে অন্যান্য ভাষায় পড়াশুনার ব্যাপারে বিস্তারিত লাখলেও বাংলাতে না থাকায় প্রয়োজনীয় অনুভব করলাম । ভূল হলে সংশোধনযোগ্য ।

এটি পূর্বে অনলাইনে কোথাও প্রকাশ করা হয়নি । সুতরাং ১০০ ভাগ কপি পেষ্ট প্রযোজনা নয় । এর সহায়তায় সহজেই একজন ছাত্র শিখতে পারবে । কৃতজ্ঞতাঃ বন্ধু, বন্ধুর কাজিন, শিক্ষক, সরকারী বই, বেসরকারী বই ইত্যাদি উৎস । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.