সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১.
তুমি বিশ্বাস করবে?
যদি বলি আজ একটা লাল পাতার গাছ দেখেছি
প্রতি পাতার গায়ে লেগে ছিল রক্ত,
মুগ্ধতা নিয়ে রোদের লুকোচুরি দেখেছি
আর রক্ত মাখা পাতার কান্না ভেবে
ভোরের শিশির ছুঁয়েছি...।
তুমি বিশ্বাস করবে?যদি বলি তা...
যদি বলি এমন যে,পাতায়
পাতায় কান্নার দাগ আমার দুচোখের কোল
ভরে থাকা বিরহ।
২.
একলা বসো,একলাটি হও
একলা দেখাও তারে
একলা তোমার দৃষ্টি পথে
ছিন্ন অধিকারে...
তারে দেখাও একলা আছো
কুশিয়ারার ধারে!
৩.
দূরবীনে চোখ
উৎসুক-
পাখি হবার স্বাধ
সান্ধ্যকালীন বেদনায়
আত্মা সর্বভুক!
৪.
একটা ফাগুন এমনি বিষাদ
তুমি ছাড়াই ফুলেল
সারা বছর উদ্দাম নাদ
ঘর টর্চার শেল।
৫.
তুমি যেদিকে চাও
পৃথিবী তাকালে পোড়ে
তোমার চোখে সূর্য নিনাদ;
তুমি যে পাশে ফিরলে
কাত হয়ে যায় শোক,
বুকের মধ্যে পুনর্জাগে বিষাদ।
৬.
সেই স্মৃতিটা ফিরতি পথে
ছড়িয়েছিলাম ফুৎকারে
বাতাস গেল,রোদ্দুরো তো
জানলা গলে উদগীরিত
রাতের খাবার...
টক টক স্বাদ মুখ ভরে।
স্মৃতির সাথে বেরিয়েছে সে
ফিরতি পথে খুব ভোরে!
৭.
শুকনো টবে কাব্যকুচি
পাথরকুচির সাথে
দুঃখ উড়াল রাতে
ফুলের ডালিম রঙ
ছড়িয়ে বিছানাতে
ঝুঝকি সুধার ভোর
চন্দ্রহারা মানবীর
চুল ছেড়ে জল ঝরে
মেজদি সুধোয়
রাত ফুরোলো বুঝি?
মুখ টিপে কয় হেসে
চা নিয়ে যা ঘরে...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।