আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। একটি কিশিরী মেয়ে আজ থেকে ২৫ বছর আগে তিন কাজিন এর সাথে বেদের মেয়ে জোস্না বই (সিনেমা) দেখবে বলে নৌকা করে যায় । সিনেমাও দেখে । কিন্তু জীবনের বড় ধাক্কা টা খায় ফিরতি পথে । ঐ তিন নরাধম কিশোরীকে জোরপুর্বক ধর্ষন করে ।
গ্রাম্য সালিশে (পঞ্চায়েত) মাত্র ৪৫০০ টাকা জরিমানা করে হাবলু কে বলে বিয়ে করার জন্য কিন্তু সে অস্বীকার করে ,বলে আমি সারাজীবন জেল খাটতে রাজি তবুও বিয়ে করতে পারব না । আর আমি তো একা করেনি এখন কেমনে কমু এই বাচ্ছা কার?পঞ্চায়েত এর বিচারিক গড়িমসি করে করে ততদিনে কিশোরীর সাত মাস । আজকের আলি আকবর । সমাজ যাকে জারজ সন্তান বলে জানে । অভাগী কিশোরি ছেলে কে জন্ম দিয়ে ই তিন সপ্তাহ পর বিষ খায়।
কিছুদিন আগে নোয়াখালী তে এক গৃহবধুর ধর্ষনের অভিযোগে ধর্ষক কে মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করে তাও আবার মসজিদে দান করে দেওয়া হয় ।
আরেকটা খবর একটা মেয়ে থানায় এক মহিলা ইন্সপেক্টর এর কাছে যায় মামলা তো নেয়নি বরং উল্টো তাকেই দোষারোপ করে ।
তানহা নামের একটা মেয়ের সামনে তার বাবাকে গুলু করে মেরে ফেলে তার মা পুলিশি সাহায্য নিতে গেলে পুলিশ ও নোংরা আচরণ করে । নাবালক মেয়েটি এখন মোহিত কামাল এর তত্বাবধানে আছে । মেয়েটি ভারসাম্য হারিয়ে ফেলেছে।
এখন ভাবছি তুমি যদি একদিন ক্ষমতার কেন্দ্রে থাক আর আমার বোন এই রকম একটা সমস্যা নিয়ে তোমার কাছে যায়
লারা ,তুমি ও কি আমার বোনটাকে এই বলে বিদায় করে দেবে ?এটা তো স্বাভাবিক এতে ইমোশনাল হবার কিছুই নাই ।
লারা,তুমি গ্রাম্য বিচার দেখো নাই । আমি দেখেছি নিজে করেছি বিচার কত টা জগন্য হতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।