আমাদের কথা খুঁজে নিন

   

বিলুপ্ত সবই



রাতের আধারে জোস্না পোকার সাথে খেলেছি মাঠে আর ঐ মেঠো পথে। মেঘের গর্জন বিজলীর চমক পোকা-মাকর আর ব্যাঙ্গের ডাক। দুপুরে পুকুরে নেমে হাটু-বা বুক জলে পদ্মখোচাঁ তুলি ঘেমে। পুকুরে কলাগাছের ভেলায়ে সিঙ্গর তুলতে বেলা যায় বয়ে। গভীর আধারে নিছিদ্র অন্ধকারে ঠোসি বর্শি বসায় আইলে সাঁরি করে। ঘুম থেকে উঠি তরীগরি মাছ ভর্তি ঠোসি বর্শি নিয়ে কালি সাঞ্চে ফেরি। চৈত্র মাসে বোয়াদ মারতে সবাই চলে রুই,কাতলা,দেশী মাছ ধরে দলে দলে। শ্রাবনে কৃষক হাল নিয়ে চাষ করে বেগার খেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.