আমাদের কথা খুঁজে নিন

   

বিলুপ্ত হয়ে যাবে পুরুষ!

বাংলা ভাষােক ভালবািস বৈজ্ঞানিক মতবাদ অনুযায়ী বিশালাকারের ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ায় সৃষ্ট বিপর্যয়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল অতিকায় ডাইনোসর প্রজাতি। তা ছাড়া পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় বিলুপ্তির খাতায় নাম লিখিয়েছে আরো অনেক প্রাণী-উদ্ভিদ। মানব প্রজাতির অর্ধাঙ্গ পুরুষও সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটির অধ্যাপক জেনি গ্রেভস সম্প্রতি এক বক্তৃতায় বলেন, আগামী ৫০ লাখ বছরের মধ্যে জীব জগৎ থেকে হারিয়ে যাবে পুরুষ প্রজাতি। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

মানুষের সেক্স ক্রোমোসোম জোড়ায় বিদ্যমান এক্স ও ওয়াই ক্রোমোসোমের টিকে থাকার ক্ষমতার পার্থক্যই পুরুষের বিলুপ্তি ডেকে আনবে বলে তাঁর দাবি। অস্ট্রেলিয়ান একাডেমী অব সায়েন্সে দেওয়া বক্তৃতায় এই নারী গবেষক বলেন, নারী দেহের এক জোড়া সেক্স ক্রোমোসোমে দুটি এক্স ক্রোমোসোম থাকে। প্রতিটি এক্স ক্রোমোসোমে প্রায় এক হাজার বা তার বেশিসংখ্যক জিন (বংশগতির ধারক) থাকে। বিবর্তন প্রক্রিয়ায় একটি এক্স ক্রোমোসোমে কোনো রকম জিনগত ঘাটতি তৈরি হলে বা কোনো পরিবর্তন আসলে ওই ক্রোমোসোমটি দ্বিতীয় এক্স ক্রোমোসোম থেকে ক্ষতি পুষিয়ে নিতে পারে। কিন্তু পুরুষের দেহের এক জোড়া সেক্স ক্রোমোসোমে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোসোম থাকে।

ফলে একাকী ওয়াই ক্রোমোসোমটির ক্ষতিপূরণের কোনো উপায় থাকে না। ফলে ‘বিবর্তনজনিত দুর্ঘটনা’য় হারিয়ে যাবে ওয়াই ক্রোমোসোম। উল্লেখ্য, গর্ভে ভ্রুণের সেক্স ক্রোমোসোম জোড়ায় দুটি এক্স ক্রোমোসোম মানে সেটি নারী। আর একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোসোম মানে সেটি পুরুষ। সুতরাং ওয়াই ক্রোমোসোম না থাকার মানে অবধারিতভাবেই পুরুষ না থাকা।

তবে লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চের অধ্যাপক রবিন লোভেল-ব্যাজের মতে, এত চিন্তার কিছু নেই। তিনি জানান, গত আড়াই কোটি বছরে ওয়াই ক্রোমোসোম থেকে কোনো জিন ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। ভবিষ্যতে তেমন ঘটনা ঘটতে শুরু করলেও পুরুষের বিলুপ্তি রোধে কোনো না কোনো উপায় খুঁজে পাওয়া যাবে। কারণ অধ্যাপক গ্রেভসের দাবিকৃত ৫০ লাখ বছর চিকিৎসা বিজ্ঞানীদের জন্য যথেষ্ট সময়। এ ব্যাপারে অবশ্য অধ্যাপক গ্রেভসেরও নিজস্ব মতামত রয়েছে।

তাঁর মতে, ওয়াই ক্রোমোসোমের অনুপস্থিতিতে প্রকৃতিতে হয়তো নতুন কোনো প্রজাতির উদ্ভব হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, জাপানের স্পিনি ইঁদুর প্রজাতি ওয়াই ক্রোমোসোম ছাড়াই এখনো টিকে আছে। সূত্র : ডেইলি মেইল অনলাইন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.