জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই।
তাই এতেই আমার আগ্রহ ।
নিম্ন সমুহ বিস্তারিত আলোচনা করেন
১। কিভাবে সনাক্ত করবেন ইনি একজন সম্ভ্রান্ত ফটোগ্রাফার। যেমনঃ উনার গলায় একটি ভারী কেমেরা থাকবে।
২।
ফটোগ্রাফারের গুরুত্ব ও উপকারিতা। যেমনঃ নিজের বিয়েতে ফটোগ্রাফারের খরচ লাগে না।
৩। ফটোগ্রাফার সম্পর্কে কয়টি ভুল ধা...রনা। যেমনঃ ফটোগ্রাফার বন্ধু দাওয়াত করলেই ছবি ফ্রি।
ভাবছি ফটোগ্রাফার হওয়ার একটা বই লিখুম নাম দিমু "ফটোগ্রাফার হওয়ার সহজ তিনটি উপায়"। ১। কেমেরা কিনুন ২। মডেল হিসাবে এবস্ট্রাক্ট বা মেক্রো কিছু সিলেক্ট করুন ৩। ছবি তোলার পর ক্রপ, টোন চেঞ্জ, ইত্যাদি অপশন নিয়ে ঘাটা ঘাটি করুন।
হয়ে গেল আপনার ফোটগ্রাফি। এইবার গরম গরম ফেবুতে পেশ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।