ভাতের মজা কিছুতেই পাই না।
আমার পাগলা রূমমেট। আজিব চিজ একখান। বাপের একমাত্র ছেলে। খুবই আহ্লাদি।
ওর আব্বা ওমানে থাকেন। ছেলের জন্য এহেন এমন কোন জিনিস নেই যা তিনি পাঠান না। এমন কি চুলের শ্যাম্পুটা পর্যন্ত। আমার নোকিয়া মোবাইল ফোনটা দেখে ওর খুব শখ হল এমন একটা মোবাইল ফোন ব্যবহার করে! আবদার করল বাপের কাছে। ছেলের আবদার বলে কথা, আংকেল তড়িঘড়ি করে ছেলের জন্য আমার মোবাইলের চেয়ে আরও উন্নত মানের নোকিয়া হ্যান্ডসেট পাঠিয়ে দিলেন।
ছবি তোলা যায়, ভিডিও করা যায়। গান বাজনা, মাগনা এফ এম রেডিও সব শুনা যায়। বাহ! ওর আনন্দ আর দেখে কে।
সারাদিন ওর একটাই কাজ। হাটে মাটে ঘাটে, যেখান দিয়েই হাটে সারাক্ষন শুধু হয় মোবাইলে ভিডিও করবে নয়ত ছবি তুলবে।
কি নেই ওর সংগ্রহে! আজকে এসে আমাকে বলছে, আপনার জন্য দুইটা ছবি তুলে এনেছি। মনে মনে প্রমাদ গুনলাম, আল্লাহই জানে আজকে আবার কি কালেকশন এনেছে। বলল ব্লুটুথটা অন করেন। অন করে দুইটা ছবি রিসিভ করলাম। অপেন করে দেখলাম ধুর এটা আবার এমন কি নতুন কালেকশন হল! এই দৃশ্য দেখেনি অথবা চেনেনা এমন লোক খুঁজে পাওয়া দুস্কর।
বললাম ডিলিট করে দেই। ও বলল আরে না না! আমি আনছিলাম যাতে আপনি ছবি দুইটা ব্লগে দিয়ে দেন। আমি বললাম, ওহ তুমি চাও আমি ছবি দুইটা ব্লগে দেই আর সম্মানিত(!) ব্লগাররা আমাকে মাইনাসের ঠেলায় জ্যামে ফেলে দিক!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।