সিনেমার বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃতির রেডিও-কন্ট্রোলারযুক্ত ‘সুপারম্যান প্লেন’ ওড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।
‘ম্যান অফ স্টিল’ সিনেমার বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃতির রেডিও-কন্ট্রোলারযুক্ত ‘সুপারম্যান প্লেন’ ওড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।
সংবাদ সংস্থা স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডিজাইনার ও ইঞ্জিনিয়ার অটো ডিফেনবাখ বানিয়েছেন উড়তে সক্ষম সুপারম্যান।
হালকা স্টায়রোফোম দিয়ে বানানো ওই রোবটটি ঘণ্টায় প্রায় ৩০ মিটার বেগে উড়তে পারে।
ডিফেনবাখ ও তার ব্যবসায়িক সহযোগী এড হ্যানলেই বলেন, “এটি খুচরো পর্যায়ে বিক্রির জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।”
মানুষ আকৃতির ওই প্লেনটি আকাশে উড়তে দেখে দর্শক চমৎকৃত হবে বলেই ধারণা নির্মাতাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।