/
আসুন না।
এটা একান্ত ব্যক্তিগত একটা ঘর,
সবাই তালা লাগানো মনে করে
কিন্তু
নবটা ঘুরালেই এটা খুলে যাবে।
দেখতে পারেন
এটা একটা বই
হাজারটা প্যারাগ্রাফ
গল্পগুলি সব সত্যি সত্যি।
গল্প ?
না হয় তাই হল।
আমি কি আশা করতে পারি
একজন ধৈর্যশীল শ্রোতা - যে নাবিক,
ঠোঁটে মুখে আনন্দের পরাগরেণু নিয়ে
শৈলশ্রেণী পার করে।
আপনি কি সেই ঢেউগুলো গুনেছেন ?
কখনও ?
আপনি মৎস্যজীবী হলে ভাল হত
নৌকার পাশে ঘুরে ঘুরে
চটুল চপল মাছ
পিছলে যেত
ফসকে যেত
গোপন ইচ্ছার ঝর্ণা বেয়ে
ধরাও দিত।
আপনি কি চা নেবেন ?
চায়ের মাথায় ধোয়ার গোলা
ভোরের মত
সাঝেঁর মত
মেঝের মত
ছাদের মত
আমার মত
ভোর বেলাকার নীল কুয়াশা সাঁঝ বেলাতেও
গড়িয়ে গেল
বইটা নেবেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।