গত রোববার আরেক নবাগত কার্ডিফ সিটির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল ম্যান সিটি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় গতবারের রানার্স-আপরা।
শেষ বাঁশির কিছুক্ষণ আগে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান দ্বিতীয়। সমান তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।