ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দ্বিতীয় ম্যাচেই ম্যানচেস্টার সিটি হেরে গেছে নবাগত কার্ডিফ সিটির কাছে। ৩-২ গোলে হেরে গেছে গতবারের রানার্স-আপ দলটি।
ম্যানচেষ্টার সিটি হেরে গেলেও গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকোর গোলে এগিয়ে যায়। তবে ৮ মিনিট পরই সমতা নিয়ে আসেন আইসল্যান্ডের মিডফিল্ডার অ্যারন গানারসন। খেলার ৭৯ ও ৮৭ মিনিটে ক্যাম্পবেলের দুই গোলে জয় প্রায় নিশ্চিতও হয়ে যায় কার্ডিফ সিটির।
অপরদিকে ইনজুরি সময়ে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ২০১১-১২ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ে সবচেয়ে বড় অবদান ফ্রেইজার ক্যাম্পবেলের। ওয়েলসের দলটির তিন গোলের দুটোই এই ফরোয়ার্ডের।
রোববার ইপিএলের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে সোয়ানসি সিটিকে হারায়। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক দলের জয়সূচক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।