আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী প্রতিষ্ঠানের হাল হকিকত

লেখা লেখি সহজ কথা নয়। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল মেরেছি। কিন্তু হাল ছাড়িনি। এই ব্লগ ফোরামে এসে সাইন ইন করতে এসে প্রথমেই একটা ধাক্কা খেলাম সেটা হল আমি যে আই ডি নিয়ে নেট এ ঘোরা ফেরা করি সেই আই ডি টা অলরেডি টেকেন বাই সামওয়ান এ

রাষ্ট্রায়ত্ব বাংকে ও নানা অর্থ প্রতিষ্ঠানে আওয়ামী লীগের ব্যানারে সাম্প্রদায়িক ও অশুভ শক্তির যে রাজত্ব চলছে তা রুখবার কেউ নেই। প্রথম সারি থেকে যেই নির্দেশ আসে তা ডেস্কের ড্রয়ারে তালাবন্দি থাকে।

বিশেষ করে পারসোনাল ডিভিশন এবং হিউমান রিসোর্সের প্রতিটে রুটে সাম্প্রদায়িক শক্তি সরকারী লেবেল লাগিয়ে যে দাপট রাজত্ব শুরু করেছে তা কোনদিন বদলাবে না। সরকার পরিবর্তন হবে কিন্তু এরা ঠিকই থেকে যাবে, এদেশে বাস করে এদেশের সাধারন মানুষের উপর প্রভুত্ব করবে। দেশ ও দশের উন্নতির পথে প্রধান অন্তরায় এরাই। যেকোন নির্দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপরই ন্যস্ত আর তারা শুধু মাত্র নির্দেশ পালনের ভান করে যান। আসল উদ্দেশ্যের ধারে কাছে ও যান না।

মোট কথা গাছের গোড়া কেটে আগায় পানি ঢেলে যান। আপনারা হয়ত ভাবছেন যে তারা ত একদিন অবসর গ্রহন করবেন তখন হয়ত অবস্থার পরিবর্তন হবে। বোকার স্বর্গে বাস করছেন আপনারা। তারা তাদের উত্তরসুরী তৈরী করেছে হাজার হাজার। ম্যনেজম্যন্টের টপ লেভেল থেকে দফতরি পিয়ন পর্যন্ত তাদের চেইন অফ কমান্ড মেইন্টেন করা হয়।

তাদের টার্গেটে থাকে অসাম্প্রদায়িক ও নিরীহ মানুষেরা। কথার টের বেটর করেছেন ত মরেছেন...টপ লেভেল থেকে শুরু করে বোটম লেভেল পর্যন্ত কথা শুনাবে...এইচ আর ত তাদের হাতের মুঠোয় কথায় কথায় ট্রান্সফার...জরিমানা হবেই। কাজেই মুখে কুলুপ এটে জী হুজুর করে চলা ছাড়া আর কোন উপায় নেই। লোক নিয়োগের সময় প্রথমেই চট্রগাম ইউনিভার্সিটির বিশেষ বাহীনির সদস্য...নোয়াখালীর বাসিন্দা...ইসলামিক ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদের প্রাধান্য দেয়া হয়। যদি এদের শত বাধার বাইরে ও আপনার সরাকারী চাকুরীটি হয়ে যায় তাহলে দেখা যায় আপনার পোষ্টিং হবে দেশের প্রখ্যাত এক কোনায়।

অথচ আপনার একই জেলার একই গ্রামের লোক কোন বিশেষ দল করে বিধায় তার পোষ্টিং সেই জেলায় হবে। চাকুরী হয়ে যাওয়ার পর ও রেহাই নেই। ছুটির দরখাস্ত নিয়ে গেলে নানা কথা যেন কোন অপরাধ করেছেন। আরেক দল থাকে তাদের ছুটির দরখাস্ত ও লাগে না। তাদের অফিসে আসার কোন ও সময় ও থাকে না।

তারপর ত রয়েছে ঘুষের আখরা...ভুল করেছেন জলদি চা বিস্কিট আনেন নইলে মেমো খাবেন...হা হা হা...এইসব দেখে সয়ে ও যদি আপনি টিকে যান আপনি জিনিয়াস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.