আমাদের কথা খুঁজে নিন

   

স্পেশাল হোটেলের স্পেশাল বিজ্ঞাপন : অতপর আমার অনুসন্ধান



থাকি ফার্মগেট। সকালে ইউনিভার্সিটি যাওনের জন্যে বাস ধরতে কারওয়ানবাজারের দিকে হাটতাছিলাম। হাতে একজন একটা ভিজিটিং কার্ড ধরায়া দিল। খুব সিম্পল কার্ড। লেখা- "অপু", তারপর দুইটা মোবাইল নম্বর আর সবশেষে লেখা- 'বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

" কৌতূহল জাগল। একটু পর ফোন দিলাম: -ভাই, একজন একটা কার্ড ধরায়া দিল। তাতে আপ্নের নম্বর। যোগাযোগ করতে কইছেন। কাহিনী কী? - ভাই, এটা একটা হোটেলের নাম্বার।

" ওইপাশ থেকে উত্তর আসল। - ভাই, হোটেলের নাম্বার এইভাবে বিলি করার মানে কী? আর হোটেল কথাটা তো কার্ডে লিখবার পারতেন। সেটা গোপন করছেন ক্যা? এইবার একটু চুপ থাইক্যা ওইপাশের জন কয়... - ভাই, এটা আসলে একটু স্পেশাল হোটেল। ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে... ইচ্ছে করলে....... - কী? - কাউকে নিয়া রাতেও থাকতে পারবেন। কাহিনী বোঝা গেল এইবার।

- খরচ কেমন? - বিভিন্ন রকম। নরমাল আছে, ভিআইপি আছে... আপ্নি যেমন চান। - নরমাল কত আর ভিআইপি কত? - ভিআইপি ৩ হাজার, নরমাল ১ হাজার। - আচ্ছা, আর কী সার্ভিস আছে? - (কিছুক্ষণ চুপ) আর ভাই.... আমাদের কিছু মেয়েটেয়ে আছে। লাগলে দেওয়া যাবে।

- মেয়েগুলা কোথাকার? - এইতো... ঢাকার বিভিন্ন স্কুল কলেজের...। - খরচ কেমন? - ৩০০০ টাকা থাইকা ৫০০ পর্যন্ত আছে। - আপনার হোটেল কোন জায়গায়? - কাওরান বাজার। প্রথম আলো ভবনের উল্টাদিকে আইসা আমারে কল দিলে আমি রিসিভ করব। - আইচ্ছা... আমারে আবার সন্দেহ কইরেন না।

আমি কিন্তু যাই নাই । খালি দেখলাম, কাহিনীডা কী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।