আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবার স্পেশাল

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com ^আজকের আয়াত^ * 'হে ইমানদারগণ! আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানে দানে তোমরা অবিচল থাক। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনও সুবিচার না করতে প্ররোচিত না করে। সুবিচার করো; এটা তাকওয়ার নিকটতর কর্ম। আল্লাহকে ভয় করো। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবশ্যই অবহিত' (সুরা মায়েদা/৮) * 'হে দাউদ পরিবার! তোমরা কৃতজ্ঞতার আমল করতে থাক।

আমার বান্দাদের মাঝে কৃতজ্ঞ অল্পই' (সুরা সাবা/১৩) ^আজকের হাদিস^ * 'যে ব্যক্তি সরল, সিধা ও বিনম্র হবে, আল্লাহ তার জন্য দোযক হারাম করে দেবেন' (হাকেম, বাইহাকী, সহিহুল জামে/৬৪৮৪) * 'অবশ্যই লজ্জাশীলতা ও ঈমান একই সুত্রে গাঁথা। একটি চলে গেলে আপরটিও চলে যায়' ^আজকের বাণী^ 'বিড়ালরা কখনও ক্লান্ত হয় না। তাদের স্নায়বীক বিকৃতি দেখা যায় না। তারা কিন্তু নিদ্রাহীনতায়ও ভোগে না, বিড়ালের মতো বিশ্রাম নিলে আপনিও অসুস্থ হবেন না' -ডেল কার্নেগী ^ভাবনার বিষয়^ "আমি ধূমপান করিনা, কিন্তু আমি আমার পকেটে একটি ম্যাচবক্স রাখি। যখন আমার হৃদয়ে আমি গুনাহ(দোষ) অনুভব করি, তখন আমি একটি কাঁঠি জ্বালাই এবং আমার করতলে তাপ দেই।

এবং আমি নিজেকে জিজ্ঞেস করিঃ "আলী তুমি সামান্য এই তাপ সহ্য করতে পারছ না, কিভাবে জাহান্নামের অসহ্য তাপ সহ্য করবে?" - বক্সিং চাম্পিয়ান মোহাম্মদ আলী। ^আজকের ছড়া^ "আত্মসুখ আন্বেষণে আনন্দ নাহিরে বারে বারে আসে অবসাদ, পরার্থে যে করে কর্ম তিথি ঘর্ম নীরে সেই লাভে স্বর্গের প্রসাদ" ______________ _______________________ _________________________________ ভালো থাকুন। সাথে থাকুন। শুভ ব্লগিং। _____________ _______________________ ___________________________________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।