আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
শ্রীমঙ্গলে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত ১৪-তে বিডিআর বিদ্রোহ বিচারের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ২০ জন আসামীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার বিচার কার্যক্রম শেষে আদালতের প্রসিকিউটর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. নূরুল হুদা সাংবাদিকদের জানান, মৌলভীবাজার কারাগারে আটককৃত ৪৫ জন আসামীর মধ্যে ১ জন আসামী গত বছরের ১৩ সেপ্টেম্বর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে বিধায় তাকে অত্র মামলার চার্জ গঠন হতে অব্যাহতি প্রদান করা হয়। গত বুধবার আদালতে উপস্থিত ৪৪ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বুধবার আদালতে মামলার প্রসিকিউটর হিসেবে নিযুক্ত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. নূরুল হুদা আসামীদের বিরুদ্ধে চার্জের শুনানী বক্তব্য পাঠ করেন।
প্রত্যোক আসামীকে তাদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শুনানোর বিশেষ আদালতের সভাপতি কর্তৃক দোষী-নির্দোষ জিজ্ঞাসাবাদ করা হলে ৪৪ জন আসামীর মধ্যে ১৯ জন নিজেকে দোষী স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ২৫ জন আসামী নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. নূরুল হুদা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায়স আদালত শুরুতেই সাক্ষী গ্রহনের পূর্বে ৪ জন আসামী নিজেকে দোষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে মাননীয় আদালতের নিকট ক্ষমা প্রার্থনার জন্য লিখিত আবেদন করলে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এ পর্যন্ত সর্বমোট ২৩ জন নিজের দোষ স্বীকার করেন। প্রসিকিউশনের যে ২১ জন আসামী নিজেকে নির্দোষ দাবী করেছেন তাদের বিরুদ্ধে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ পর্যায়ে অত্র মামলায় মোট ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
বৃহস্পতিবার পৌনে ৪ টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। আদালত আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবী ঘোষণা করা হয়। আগামী ৫ মার্চ সকাল সাড়ে ৮ টায় আদালতে বিচার কার্যক্রম শুরু হবে এবং আসামীদেরকে আদালতে হাজির করা হবে।
বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রমে ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।