কাঠাল পাতার দোকান।
কাল ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘ডেসটিনি ত্রিদেশীয় বিগ শো’তে অংশ নিতে বিশেষ বিমানে ঢাকা আসছেন সালমান খান, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করেছে এটিএন ইভেন্টস (এটিএন বাংলার একটি অঙ্গপ্রতিষ্ঠান)। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি সকালে ব্যাংকক থেকে সালমান খান, ভারতের চণ্ডীগড় থেকে অক্ষয় কুমার, মুম্বাই থেকে আলাদাভাবে বিশেষ বিমানে চড়ে ঢাকায় আসবেন ক্যাটরিনা। একই দিনে জেট এয়ারওয়েজে প্রায় ১৫০ জনের একটি দল নিয়ে আসবেন রিয়া সেন, আনুশকা শর্মা এবং প্রীতম ও তাঁর ব্যান্ড মেট্রো।
এই কনসার্টে শ্রীলঙ্কার পক্ষ থেকে অংশ নেবে দুটি ব্যান্ড।
ত্রিদেশীয় এই কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। বিকেল সাড়ে চারটায় শুরু হবে অনুষ্ঠান। শুরুতেই থাকবে দেশের গান। এর পর লোকগানে অংশ নেবেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও বারী সিদ্দিকী; থাকবে প্রায় ২০০ শিল্পীর একটি নাচ।
নাচে অংশ নিচ্ছে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা, সোহেল ও রিয়া, লিখন ও নাদিয়াসহ আরও কয়েকটি নাচের দল।
আর শাকিব খানের পরিবেশনা তো থাকছেই। তাঁর সঙ্গে গানের মেলোডিতে অংশ নেবেন বিন্দু, মীম, শখ ও তিন্নি।
এদিকে শুরুতে শোনা গিয়েছিল, এই কনসার্টে যোগ দিতে ঢাকায় আসছেন কারিনা কাপুর। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কনসার্টের তারিখ পরিবর্তন হওয়ায় কারিনা কাপুরের আসার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।