মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
শব্দেরা ধরা দিতে চাইছেনা। কোন বিষয়ে কোন কল্পচিত্র আঁকতে গেলেই মনেহয় যেন মাথার তালু ছাদে আটকে গেছে। চিন্তার স্রোতধারা এলোমেলো।
কলম ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটি শব্দও খাতায় নামেনা। আশ্চর্য হই যখন দেখি মনের ভেতরে কোন হতাশা নেই,কোন দুঃখবোধ নেই।
যদিও একটা সময় শব্দে কোলাহলে ঘুম ভাঙতো। ঘুমাতে যেতাম শব্দের মাঝেই। এখন তারা যেন বিরামহীন অবরোধে মেতেছে।
**এই পোস্টের আগে একটি কবিতা পোস্ট করেছিলাম। এলোমেলো ভাবনার কারণে কবিতার খাপে শব্দ অথবা নিজেকে জড়াতে পারিনি।
**
কোন এক ভোরে পৃথিবীর বুকে হাটতে হাটতে খেয়াল হলো, আমিতো সেখানে নেই,যেখানে থাকার কথা। আমার কলম নেই,খাতা নেই। অর্থহীন আমার সব প্রচেষ্টা। আমি শব্দগুলোকে তাদের উপযুক্ত সম্মান দিতে পারিনি। পারিনি শব্দের কাদা-মাটি মেখে তৈরি করতে কোন এক ধূমায়িত কল্পজাল।
আমি ব্যর্থ।
চিন্তার একটু উল্টোস্রোত। প্রাচীন রোবটের মত ম্যাগনেটিক সেল থেকে মুছে গেল যাবতীয় শব্দরাশি।
আপাতত তাই শব্দহীনতায় ভুগছি......
ছবিঃhttp://universalresources.net/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।