এডিট করুন
আজকে সেইন্ট পিটার্সবার্গ ছেড়ে মস্কো যাচ্ছি। রাত আটটা চল্লিশে ট্রেন। পৌছব আগামীকাল ভোর সাড়ে চারটায়। আগামীকাল বিকাল সাড়ে পাচটার দিকে বিমানে উঠব। লাগেজ গোছগাছ করছি।
দশ তারিখ সকাল দশটার দিকে ঢাকা পৌছব। দুই বছর পর দেশে যাচ্ছি। কে জানে কি অবস্থা হবে ঢাকার। ডেস্কটপের হার্ডডিস্কে অনেক বাংলা ছিনেমার গান ছিল। গতকাল রাতে হার্ডডিস্ক পরিস্কার করলাম।
বাসায় আমার এই অবস্থা দেখলে মাইর ছাড়া গতি নাই। প্লেনে বসে ল্যাপটপ পরিস্কার করতে হবে। ছোটবোন আমার জিনিস অবশ্যই হাতিয়ে দেখবে। ধরা পড়লে হালুয়া টাইট হয়ে যাবে। তাই সাবধানের মাইর নাই।
আপাতত ভ্রমণ চিন্তায় আছি। কি কি করব একটা প্লান করেছিলাম। কিন্তু এখন প্লানটা পুরো ভুলে গেছি। আমি কখনই বিমানে ঘুমাই না। সাথে কয়েকজন বন্ধু বান্ধব থাকলে বিমানের সামনের দিকের ফাকা জায়গায় যেয়ে পার্টির আয়োজন করি।
কিন্তু এইবার কেউ নেই আমার সাথে। একা একা যেতে হচ্ছে। কিছুটা বিরক্তিকর বিমান ভ্রমণ হবে। আমার বন্ধুরা বিমানবালাদের বিরক্ত করতে সিদ্ধহস্ত। পুরা নীরস ভ্রমণ হবে বোঝা যাচ্ছে।
বাসায় সিটিসেলের জুম আছে। ঘন্টায় পঞ্চাশ টাকা করে কাটে। ইন্টারনেটে হয়তো কম আসব তবে আসব। আমার কম্পিউটারটাকে অনেকদিন দেখি না। বহুদিন পর ওকে দেখব।
অনেকদিন পর নিজের স্থানে যাচ্ছি। বিমান থেকে নেমে আগে দেশের মাটি কপালে ছোয়াব। কিছুটা আবেগপ্রবণ ছেলে আমি।
আরো কিছুক্ষণ ব্লগে আছি। তারপর লগআঊট করব।
আপাতত বিদায়। সবাই ভাল থাকবেন। দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।