আমাদের কথা খুঁজে নিন

   

আপাতত রাতখোর হয়ে আছি

ডুবোজ্বর

০৩০২১০ ঝুলে আছি বেলকনি থেকে নিচে ফেরিঅলা দেখা যায় বাঁকানদী কালোজল কাজল হয়ে যায় বুকের ভিতর পাখি ও পাপ নিরুত্তাপ বাস এলেই উঠে পড়বো ভেবে পিঠে ব্যাগ পায়ের নখ বড় হয় হাতের নখ ক্ষয়ে যায় চিল আর শকুন একপাতে খায় মাঠে ছায়া ফেলে দীর্ঘ উড়ে যায় উড়ে যায় আমাদের ভাগাড়ের দেশে শাকান্ন অপ্রতুল ঝুলে আছি চুলগাছি দেবানন গাছি খেজুরের রসে বাদুরের বিষ ডানাভাঙা বাতাস পায়ের কাছে তেরোপায়ে এসে ছেকে ধরে তেদড় মাছি আমি আপাতত রাতখোর হয়ে আছি ----------------------------------------------- সন্ধ্যা ৬:৩৬


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।