সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে যদি মনিটরিং এর দায়িত্ব পেতাম এবং যারা অনিয়ম করছে তাদের শাস্তির মুখোমুখি করতে পারতাম। আর্থিক অনিয়ম না - সময় মত আসা/যাওয়া, সঠিক সেবা দেয়া এই টাইপ আর কি। মাঝে মাঝে সাংবাদিকরা সরকারি সেবাদাতা প্রতিষ্ঠান সমূহে গিয়ে সেবা না দেওয়ার বিভিন্ন কাহিনী / খন্ড চিত্র তুলে ধরে কিন্তু এতে তাদের বোধোদয় বা শাস্তি হয় না যারা এসব অনিয়ম করে। মনিটরিং করে অনিয়ম ধরা পড়লে শাস্তি দিতাম। দেশের মানুষের অনেক উপকারে আসতে পারতাম - ( জানি, আরো অনেক ভাবে চাইলেই উপকার করা যায় - কিন্তু আপাতত এটাই ইচ্ছে করছে )। প্রতিদিন সকাল-সন্ধ্যা ভিজিট করতাম - পেপারে / টিভি / রেডিওতে সেগুলো প্রচার হত। যারা অনিয়ম করত তারা ভিত থাকত যে কোন দিন ধরা খাওয়ার ভয়ে। সেবাদাতা প্রতিষ্ঠানে বসে আর যাই হোক সেবাটা অনন্ত করত। প্রতিদিন সকালে উঠে একটাই কাজ হত আমার, কিছু মানুষের উপকারে আসা। " সেবাদাতা প্রতিষ্ঠানে বসে জনগণের সেবা করবেন বিনিময়ে মাস গেলে টাকা নিবেন (সরকারি বেতন) আর নিয়ম মত কাজ করবেন - এ মন্ত্রে উজ্জীবিত করতাম "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।