সংলাপে বসার যে আগ্রহ ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, সেই অবস্থান এখনো রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার গণভবনে দলের মানিকগঞ্জ জেলার নেতাদের সঙ্গে সভায় বক্তব্যে সংলাপের আহ্বান বিরোধী দলকে পুনর্বার জানান।
“আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে। এই ধরনের তাণ্ডব বন্ধ করে সংসদে এসে কথা বলুন। ”
সংঘাত এড়াতেই সরকার আলোচনার পক্ষপাতি বলে প্রধানমন্ত্রী জানান।
“উনার তাণ্ডব দেশবাসী দেখেছে। এই তাণ্ডবের জবাব দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আমরা সংঘাত চাই না। ”
গত ২ মে প্রধানমন্ত্রী এই ধরনের আরেকটি সভায় বক্তব্যে বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহ্বান জানান।
আগামী নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে শেখ হাসিনার এই প্রস্তাবের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নেয়া হলেই কেবল সংলাপ হতে পারে।
এরপর ৪ মে খালেদা জিয়া মতিঝিলের সমাবেশে বক্তব্যে কার্যত সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।
বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা অবরোধের পর রাজধানীর পল্টন এলাকায় তাণ্ডব চালায়। এরপর মতিঝিলে তারা অবস্থান নিলে রাতে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয়।
সরকারকে উৎখাত করাই বিএনপির সমর্থন পাওয়া হেফাজতের ওই কর্মসূচির উদ্দেশ্য ছিলো বলে দাবি করে আসছেন আওয়ামী লীগ নেতারা।
৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর বিএনপির নতুন কোনো কর্মসূচি ঘোষণা না করার প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন, “আপনার আলটিমেটাম ব্যর্থ হয়েছে, আপনি ফেল করেছেন।
”
আসছে বাজেট অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আগামী মাসে বাজেট অধিবেশন শুরু হবে। সদস্যপদ টিকিয়ে রাখতে চাইলে বিএনপিকে ওই অধিবেশনে যোগ দিতে হবে।
আইন অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়।
বিএনপি ৮৩ দিন সংসদ অনুপস্থিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।