আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে সুশীল সমাজ : কে কার প্রতিনিধি



বর্তমান তদারকী সরকার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের সাথে আলোচনা করবে। একথা জানিয়েছেন , উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। একটি সরকার যে কারো সাথে আলোচনা করতেই পারে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান সুশীল সমাজ কার প্রতিনিধিত্ব করছে? আমরা দেখছি , দুদকের তালিকায় নাম থাকার পরও প্রথম আলো গ্রুপের মি. লতিফুর রহমান এখনো আছেন বহাল তবিয়তেই। জামিনে ছাড়া পেয়ে আয়েশে আছেন বেংগল ফাউন্ডেশনের কর্নধার , কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের লিটু ।

বেংগল ফাউন্ডেশন , সুশীল সমাজের প্লাটফর্ম বলে পরিচিত। আমরা বাংলাদেশে নেপথ্যে অনেক কলকাঠি আগেও দেখেছি। দেখেছি অনেক সরকারি বুদ্ধিজীবি ও। জনগণের গলা কেটে সুশীল হবার সনদ , জনতা কখনোই কাউকে দেয় নি। আগামীতে দেবে বলেও মনে হয় না।

তা হলে এই সুশীল সমাজ কার স্বার্থ রক্ষার জন্য সংলাপে যাচ্ছেন? আসছে ডিসেম্বরে যদি নির্বাচন হয় , তবে তার আগে ছক বেধে সুশীল সমাজ কেও কি ক্ষমতার ভাগ দেবার চেষ্টা করা হচ্ছে ? যে দেশে বিচারক (ফজলুল হক) মাত্র কয়েক সপ্তাহ রাষ্ট্রক্ষমতা পেয়ে পুকুরচুরি করতে পারেন সে দেশে সুশীল রা কি অবতার হিসেবে আবির্ভূত হবেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।