mail.aronno@gmail.com শহরের গলিরা আজ অন্ধ-ভিখেরীর বেশে নিরীহ ভুলেছে জেগে উঠা পথচারীর স্বপ্ন-দোষে বৃক্ষকে যত বলি,শেকড়সমেত তুমিও সরে গ্যাছো দূরে সুচারু পোশাক তত আকড়ে ধরে মাটি গন্ধ পরিতাপে প্রত্যাশিত রাতের চাঁদ বিপণন অভিশাপে সহনীয় অধিক যেন দোযখ-যাপন লোভনীয় নারীর মুখ দেখে যতবার ছুড়েছি মোহর করুণা-অজুহাতে আমি নই মূর্খ-মানুষ বলেছে চুপিসারে পাপের অধিক পাপ এই পরিবেশে যে তুমি আয়না দেখে দেখে হয়েছ ভ্রমর এক ফুল ভালবেসে বিষাক্ত হুল যদি না ফোটালে চরম উল্লাসে আদমশুমারী শুন্য হয়ে গেলে মানুষ কীভাবে বাঁচবে বলো বাণিজ্য-অভিলাষে আজ সব পথ ফিরে এসে আমার গলির মোড়ে বিকট আওয়াজে চিৎকার করে করে বলছে আগামী স্বপ্নের পথ শুরু হবে এই পথ থেকে সমস্ত বাণিজ্য-ক্ষুধা বন্ধ হয়ে গেলে নিরীহ পুরুষ আর নিষ্পাপ নারীর অজুহাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।