আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে ডাকুন, হরতাল হবে না: ফারুক

“দুই জোটকে নিয়ে আলোচনায় বসুন, হরতালবিরোধী আইনের প্রয়োজন হবে না,” রোববার এক আলোচনা সভায় বলেছেন তিনি।
তবে আলোচনা বিএনপি চেয়ারপারসন প্রস্তাবিত নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ভিত্তিতে করার কথাও বলেছেন ফারুক।
বিএনপি নির্বাচনের সময় নির্দলীয় সরকারকে ক্ষমতায় চাইলেও আওয়ামী লীগ সংবিধানের কোনো ব্যত্যয় না ঘটানোর পক্ষপাতি।
বিরোধী দলের সঙ্গে মতভিন্নতার মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানান।
তবে খালেদা জিয়া তাদের ডাকা হরতালের মধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ না করে এরপর সংলাপে রাজি থাকার কথা জানান।


এখন সংলাপের জন্য দুই দলই পরস্পরের উদ্যোগ প্রত্যাশা করছে। এর মধ্যে বিরোধী দল সোমবার থেকে ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে।
বিরোধী দলের এই কর্মসূচি আহ্বানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববার বিকালে এক জনসভায় বলেন, হরতাল প্রত্যাহার না করলে বিএনপির সঙ্গে তারা আলোচনায় রাজি নন।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৭, ২০১২ আশরাফের ওই বক্তব্যের আগে দুপুরে রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভায় যান ফারুক।


জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৭, ২০১২
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করলে আমাদের নেত্রী বেগম জিয়ার প্রস্তাব মেনে নিন। কিন্তু তা না করে আপনারা বাকশাল কায়েমের প্রক্রিয়ায় ব্যস্ত।
“আপনারা যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসই করেন, তাহলে কেন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন?”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।