শত আশা................................
বিশ্বকাপে নিরাপত্তার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আইসিসির কর্মকর্তারা। দায়িত্ব পালন করতে গিয়ে আইসিসির মিডিয়া ম্যানেজাররা পর্যন্ত নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়ছেন। বেশকিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
গত শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার উদ্বোধনী ম্যাচ চলাকালে প্রেসবক্স, মিডিয়া সেন্টার এবং মিডিয়া জোনে অযথাই যাওয়া-আসা করেন সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা। প্রেসবক্সে গোয়েন্দা সদস্যদের আসতে নিষেধ করা হলে আইসিসির বাংলাদেশ মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের সঙ্গে অশোভন আচরণ করেন তারা।
একপর্যায়ে আইসিসির ওই কর্মকর্তার ওপর চাড়াও হন নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য। উপস্থিত সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।
তবে আইসিসির মিডিয়া ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করায় নিরাপত্তার দায়িত্বে থাকা সাদা পোশাকের ওই সদস্যকে পুলিশ খুঁজছে। ওপর মহল থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে বিশ্বকাপের টিকিট অ্যান্ড সিটিং কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জিএস হাসান তামিমের সঙ্গে অশোভন আচরণ করেছেন একদল এনএসআই কর্মকর্তা।
হসপিটালিটি বক্স থেকে চলে যেতে বলায় ওই কর্মকর্তারা উল্টো তামিমের কার্ড দেখতে চান। গলায় ঝোলানো কার্ড ধরে তারা টানাটানিও করেন বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শুধু তাই নয় এনএসআই কর্মকর্তারা বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন টটুলকেও হুমকি-ধমকি দেন। আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হাসান বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়িকে ভালো চোখে দেখছেন না। তিনি বলেন, নিরাপত্তা থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়।
যাদেরকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে তারা খেলা দেখায় ব্যস্ত থাকেন। ইচ্ছেমতো জায়গায় বসে যান। এটা ঠিক নয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।