আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে পাখি শুমারি অনুষ্ঠিত। বাইক্কা বিলে এক বছরে পাখির সংখ্যা কমেছে ৬ হাজার ২৭৭

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

স¤প্রতি শ্রীমঙ্গলে পাখি শুমারি অনুষ্ঠিত হয়েছে। এবারের পাখি শুমারি অনুয়ায়ি শ্রীমঙ্গলের বাইক্কা বিলে এক বছরে পাখির সংখ্যা কমেছে ৬ হাজার ২৭৭। চলতি মৌসুমে এই বিলে বিচরন করছে ৩৮ প্রজাতির ৫ হাজার ৯৮৭ পাখি। গত মৌসুমে এই বিলে বিচরন করছিল ৪০ প্রজাতির ১২ হাজার ২৫০ পাখি।

তবে এ শুমারির পরিসংখ্যান অনুয়ায়ি বাইক্কা বিলে এবার পাখির সংখ্যা কিছুটা কম হলেও বাইক্কা বিলসহ আশপাশের বিলগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার পাখি বিচরন করছে বলে জানা যায়। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পাখি এলাকা হিসেবে তালিকাভূক্ত শ্রীমঙ্গলের হাইল হাওরে এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের আওতায় গত ১৬ ও ১৭ ফেব্র“য়ারি এ পাখি শুমারী অনুষ্ঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হবে। শ্রীমঙ্গলের হাইল হাওরে জীববৈচিত্র্য রক্ষায় নিয়োজিত ‘ইন্টিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট’ (আইপ্যাক) কার্যালয়ে পাখি শুমারী শেষে ১৭ ফেব্র“য়ারি (বৃহস্পতিবার) রাতে এসব তথ্য জানান বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ও বাংলাদেশের জলচর পাখি শুমারী কার্যক্রমের জাতীয় সমন্বয়কারী পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। এসময় অন্যান্যদের মধ্যে ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনালের ভলান্টিয়ার ও আইপ্যাকের সিনিয়র এডভাইজার পল থম্পসন, আইপ্যাকের ক্লাষ্টার ডিরেক্টর মলয় সরকার ও মাজহারুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, বাইক্কা বিলসহ আশপাশের বিলগুলোতে জলচর ও স্থলচর পাখির মোট ৮০ প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে।

সৈকত পাখির সংখ্যা বেড়েছে। লেঞ্জা ও সরালি পাখির সংখ্যা কমলেও বাংলাদেশে অতি বিরল ‘কালা বগলা’র দেখা মিলেছে। তাছাড়া বাইক্কা বিলে ‘কুটুম পাখি’র দেখা পাওয়া গেছে, যা আগে কখনো এই বিলে দেখা যায় নি। বাইক্কা বিলে এই শুমারীতে যেসব পাখির দেখা মিলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো – - সাপ পাখি, গিরিয়া হাঁস, খুনতে হাঁস, সরালি, লেঞ্জা, কালামাথা ঠেঙ্গি, দাগিলাল পা, অসপ্রে ও বেগুনী কালেম প্রভৃতি। ইনাম আল হক আরো জানান, এবার বাইক্কা বিলে পাতারি হাঁস দেখা গেছে ১ হাজার ৬০ টি, গেওয়ালা বাটান পাখির দেখা মিলেছে ৯০০ টি, বেগুনী কালেম পাওয়া গেছে ৮২৬ টি, মেটে মাথা টিটি ২৫০ টি।

এছাড়াও এবারের পাখি শুমারিতে ১২ টি পালাসি কুড়া ঈগলের দেখা মিলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.