আজকের মানবজমিন পত্রিকায় দেখলাম গতকাল রাত ৯টায় নাকি শিবির আসছে আতঙ্কে শাহবাগে অবস্থিত তরুনরা আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে ৩জন আহত হয়েছে। আমি রাত ১২টা পর্যন্ত ঐখানে অবস্থান করছিলাম, এমন কোন ঘটনা ঘটেনি। শাহবাগের আন্দোলনকারীরা নিবেদিত প্রাণ। এরা ১৬ কোটি বাঙালির প্রতিনিধি। ১০ হাজার জামাত-শিবির যদি একসাথে ধেয়ে আসে আর এরা সংখ্যায় যদি ৫জনও থাকে তারা তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না।
মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর আসল চেহারাটা এবার প্রকাশ পেলো। এবার নয়াদিগন্ত এবং আমারদেশের মতো তিনিও মিথ্যাচারে নেমে গেছেন। এভাবেই প্রতিক্রিয়াশীলরা একদিন না একদিন ধরা পড়ে।
এদিকে স্বঘোষিত রাজাকারপুত্র নাঈমুল ইসলাম খান তার অনলাইন পত্রিকা আমাদের সময় ডটকম-এ আমারদেশ ও নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত প্রজন্ম চত্বরের আন্দোলনের যত নেতিবাচক সংবাদ আছে তা পুণঃপ্রকাশ করে তার মনের খায়েশ মিটিয়ে যাচ্ছে আর রাতে টেলিভিশন চ্যানেলে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হওয়ার আহবান জানাচ্ছে। উল্লেখ্য, নাঈমুল ইসলাম খানের পিতা নুরুল ইসলাম খান ১৯৭১ সালে কুমিল্লা জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিল।
একজন কুখ্যাত রাজাকার হিসেবে তার নাম ৭১ এর ঘাতক কে কোথায় বইতে উল্লেখ রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।