আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
তখন অনেক ছোট। সেই সময়টার বেশকিছু নামকরণের কথা বেশ মনে পড়ে। তখন স্যাটেলাইট চ্যানেল ছিল না। শুধুই বিটিভি। বিটিভির ইংলিশ খবর পড়তেন এক জাদরেল ভদ্রলোক, দেখলে কেমন বদরাগী বাঘের কথা মনে পড়ত।
ব্যাস বাসায় সর্বসম্মতিক্রমে তার নামকরণ হয়ে গেল বাঘ বেটা। বাঘ বেটার নামটা অবশ্য ভুলে গেছি। বাঘ বেটার আরেকজন সতীর্থ ছিলেন মাহমুদুর রহমান, উনার নীচের চোয়ালটা ছিল লম্বা। অতএব সাদৃশ্য পাওয়া যেত গরুর সাথে। তার উপাধী দেওয়া হল গরু বেটা।
নজরুল সঙ্গীত শিল্পী এবং ইসলামী সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের সাথে মিল পাওয়া গেল তেলাপোকার। যে-ই এই মিল আবিষ্কার করে থাকুন তাঁর নাম হয়ে গেল তেলাপোকা বেটা। আমাদের পাশের বাসায় এক ভদ্র(!!!)লোক ছিল। আমার সাধের বলটা তার বাসায় পড়লে সে বটি দিয়ে সেটাকে দুই ভাগ করে আমাদের বাসায় ফেরত পাঠালো! এরপর থেকে তার উপাধী হয় বান্দর বেটা। পরবর্তীতে ক্লাশে স্যারদেরও অবশ্য কিছু নাম দেওয়া হয়েছিল, যেগুলো ছিল কিছু রিলেভেন্ট, যেমন- মাইক্রোবায়োলজীর স্যারের নাম দেওয়া হয়েছিল কক্কাই... ইতাদি ইত্যাদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।