আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাশ মেমরি(এল২ ও এল৩) এর নামকরণ

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক

আমরা প্রসেসর কেনার সময় অনেকে বলি ক্যাশ মেমরি কত?কারণ অনেকের মতে ক্যাশ মেমরির বেশি হলে প্রসেসর এর গতি তুলনা মূলক ভাবে বেশি পাওয়া যায়। তবুও রেম,হার্ডডিস্ক ও মাদারবোর্ড এর এক্সসিলারেশ টার্ববো বুস্ট টেকনোলজির সাহায্যে কম্পুর স্পিড বাড়ানো যায় । এখন মূল প্রসঙ্গে আসি ক্যাশ মেমরি : কম্পিউটারের ক্ষেত্রে Cache (ক্যাশ) বলতে বুঝানো হয় সিস্টেম ডাটা (System Data) সংরক্ষনাগার। প্রসেসর এ ধরনের Cache মেমরি ধারণ করে থাকে। প্রথমে Single Cache হিসেবে একে পরিমিত করা হয়।

কিন্তু ডুয়াল কোর প্রসেসর প্রস্তুতের পর তা বদলে যায়। তখন থেকেই L2 cache (লেভেল ২) এর বিষয়টি আসে। দু'টি আলাদা কোর প্রথমে L1 Cache (লেভেল ১) ধারণ করে, পরে দু'টি কোর একীভূত হয়ে L1 Cache কে L2 Cache হিসেবে চিহ্নিত করে। একই ধারায় বর্তমানে L3 Cache এর কথাও আমরা শুনে থাকি। যেমন : এএমডি ফেনম ২ এক্স ৬ ১০৯০টি প্রসেসর এ ৯মে.বি ক্যাশ রয়েছে।

এর মধ্যে L2 cache (লেভেল ২) ক্যাশ ৩ মে.বি ও L3 Cache (লেভেল ৩) ক্যাশ ৬ মে.বি। পূর্বসূএ : এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.