আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বর্ণাঢ্য অনুষ্ঠান

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

‘এগিয়ে যাও বাংলাদেশ’ এ ¯ে¬াগানকে সামনে রেখে এটিএন ইভেন্টস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডেসটিনি গ্র“পের সহায়তায় সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলে আয়োজন করে র‌্যালী, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মূল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শণ এবং আকর্ষণীয় আতশবাজী। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা মাঠ থেকে শ্রীমঙ্গলে ইভেন্ট-এর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ইসমাইল মাহমুদ এবং এটিএন ইভেন্ট এর সৌরভ এর পরিচালনায় বের হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মাওলাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ অংশ নেন। বিকেল ৩টায় পৌর শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রণয় পাল, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাওছার ইকবাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোমিনুল হোসেন সুহেল, ডেসটিনি ২০০০ লিমিটেড এর সিলেট বিভাগের ট্রেইনার আজিজুর রহমান আজিজ প্রমুখ। বিকেল ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থাণীয় শিল্পীরা। রাতে বর্ণিল আতশবাজীর আলোকচ্ছটা উপস্থিত হাজার হাজার মানুষকে মুগ্ধ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.