আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণের কারণ পর্নোগ্রাফি নয়: সানি লিওন

আবারো ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ে কথা বলে আলোচনায় আসলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এ পর্নো তারকা সানি লিওন। সানি লিওনের মুখে আবারও পর্নোগ্রাফির প্রশংসা শোনা গেল। ‘ধর্ষণে পর্নোগ্রাফি দায়ি নয়’বলিউড পা ফেলেই জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী সানি লিওন বলেন, ‘ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের সাথে পর্নোগ্রাফির কোন সম্পর্ক নেই’। ভারতের একটি নিউজ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক ভারতের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত।

এমন অবস্থায় সানির এমন মন্তব্য পরিস্থিতিকে আরেকটু উষ্কে দিলেন! সম্প্রতি দেশটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনা ঘটেছে। অনলাইন পাড়ায়ও ব্যাপক সমালোচনা হচ্ছে। ঠিক এমন সময়ই সানির এ ধরনের বক্তব্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। টিভি চ্যানেলে সানি বলেন, “যদি কেউ ভাবেন পর্নোগ্রাফির সবই সত্যি, তাহলে এটি তাদের জন্য নয়। তবে এটি একটি ফ্যান্টাসি এবং একই সঙ্গে বিনোদনও।

” সমাজে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফির কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা, এমন প্রশ্নের জবাবে সানি বলেন, “এটি সম্পূর্ণ বাজে কথা। মানুষের আসল শিক্ষা শুরু হয় ঘর থেকে। মা এবং বাবার উচিত তাদের সন্তানের সঙ্গে বসে কোনটি ভাল, আর কোনটি মন্দ তা শিক্ষা দেয়া। ” সানি লিওনের এ বক্তব্যে নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন স্তরের মানুষ। এর আগে সানি লিওন ধর্ষণকে ‘সাইপ্রাজই সেক্স’ হিসেবে মন্তব্য করে তুমুল সমালোচনার ঝড় তুলেছিলেন।


সোর্স: http://news.techzoom24.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.