বাংলার তেতুল সম্প্রদায়ের জন্যে এবারের ঈদের বাজারের হট কালেকশন ড্রেসের নাম নাকি "সানি লিওন"। মানুষের রুচিবোধ কতটা নিচে চলে গেলে এ ধরনের নামকরন করতে পারে। ধরুন আপনি বা আমি ছোটবোনকে নিয়ে ঈদের বাজারে গেছি। ছোটবোন জামাটা দেখে বায়না ধরলো, আপনি কিনে দিতে বাধ্য। কেন কিনে দিবেন না তার উপযুক্ত কারন দেখাতেও পারঙ্গম নন।
আপনি হয়তো বললেন জামাটা ভালো দেখাচ্ছেনা। দোকানদার বিক্রি বৃদ্ধির কথা চিন্তা করেই হয়তো বললো আপু আপনাকে একদম সানি লিওনের মত লাগছে। কি করবেন আপনি? মারবেন দোকানদারকে ? পারবেন না, বড়জোর মাথা নিচু করে চলে আসতে পারবেন। আমাদের পরীর মত ছোটবোনটাকেও আমরা সানি লিওন বানিয়ে দিলাম। পরী,অস্পরা,সুদর্শনা কত সুন্দর সুন্দর বাংলা শব্দ থাকতে এইসব নামকরনে হেতু কী? সর্বহারা বাঙ্গালী তার সর্বশ্রেষ্ঠ সম্পদ সংস্কৃতিটাকেও হেলায় হারিয়ে ফেলছে দিন দিন।
বিঃ দ্রঃ তেতুল শব্দটি ব্যাবহারের জন্য দুঃখিত কিন্তু টক কথা গুলো বলার জন্য নই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।