আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আসলে কালচার দেখাতে চাইলাম,নাকি আমাদের ইতিহাস,নাকি মিশ্র কিছু ?????????????

বুদ্ধিদীপ্ত সাদা আলোর বলয় ঘেরা খুব বোকা আমি। পারছিনা বলয়টা ভেঙ্গে নিজেকে মুক্ত করতে। ।

গতকালের ওপেনিং অনেক ভালো হইছে, এতে কোন সন্দেহ নাই। অনেক রঙ্গিন ছিল সবকিছুই।

নিজ নিজ দেশের কালচার সবাই তুলে ধরার চেষ্টা করেছে এই হ্মেত্রে আমাদের সুযোগ তা একটু বেশি ই ছিল, কিন্তু কথা হল আমরা কি তা কাজে লাগাতে পারলাম?? আমাদের গর্বিত করার মত অনেক ইতিহাস আছে,আমরা অবশ্যই তা পুরা বিশ্বকে জানাতে চাই, আমদের অনেক কালচার আছে যা আমরা সবাইকে জানাতে চাই। কিন্তু কালচার আর ইতিহাস গুলিয়া কিছু বানায়া মানুষ কে দেখাতে চাইনা। আবার দেশের কালচার কি সুধুই উপজাতি দের কালচার? গতকালের অনুষ্ঠানে সম্ভবত তাদের টাই বেশি প্রাধান্য পেল। আমি কোন সমালোচক না আমার যা মনে হইছে তাই বলছি। যারা বাংলাদেশের সাথে বেশি পরিচিত নন তারা কোনটা কালচার আর কোনটা আমাদের ইতিহাস তা কতদুর ঠিক বুঝবেন আমার জানা নেই।

Bryan Adams এসে মাতিয়ে গেলো সবার খুব ভালো লাগলো বাংলাদেশে তিনি আসলেন, গান গেয়ে শুনালেন। তিনি সব সময় অনেক রকিং, আমাদেরও রক ব্যান্ড ছিল, আর্টসেল ও তাদের করা বিশ্বকাপ নিয়ে গানটা গাইতে পারতো, খুব খারাপ হতোনা মনে হয়। তাপরও অনেক ভালো লাগছে। । school of life অনেক জোস ছিল।

। আরও অনেক কিছু ছিল ভালো লাগার মতো। । কিন্তু আসলে আমরা সুযগের কত টুকু সৎ ব্যাবহার করতে পারলাম সেটাই ভাবার বিষয়। আমি ব্লগ লিখতে পারিনা।

আটাই আমার লেখা প্রথম ব্লগ। পর্যবেক্ষন ও বুঝার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিয়েন। । অনুপ্রেরনা: ফেসবুকে বর্ষন ভাই এর স্ট্যাটাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.