আমাদের কথা খুঁজে নিন

   

সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে সরকারের আচরণে মনে হচ্ছে না

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে চার সিটি নির্বাচনে প্রধান দুই দলের প্রতি সাধারণ মানুষের ভোট নিয়ে মনমানসিকতা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, এ নির্বাচন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে এর কিছুটা হলেও প্রভাব পড়বে। সেই সঙ্গে বোঝা যাবে মানুষের মনমানসিকতা। তারা কোন দলকে ভোট দেবেন।

যদিও এটা স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু নির্বাচনে দুই দলের প্রার্থীরাই অংশ নিচ্ছেন। আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে সরকারের আচরণে মনে হয় না চার সিটি নির্বাচন সুষ্ঠু হবে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে বিএনপি সমর্থিত এ বুদ্ধিজীবী বলেন, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু এগুলোকে ক্ষমতাসীনরা দলীয়করণ করেছে। এটা কেন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, অবশ্যই নির্বাচন সামনে রেখেই এটা করা হয়েছে। ভোটের রাজনীতিতে এটা অবশ্যই প্রভাব ফেলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটের সমালোচনা করে মনিরুজ্জামান মিঞা বলেন, এটার কোনো প্রয়োজন ছিল না।

জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন কোনোটাতেই এ পদ্ধতি ব্যবহার করা ঠিক হবে না। কারণ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এ পদ্ধতিকে ত্র“টিপূর্ণ উল্লেখ করে তা বাতিল করেছে। বাংলাদেশেও এর কোনো প্রয়োজন ছিল না। অসদুদ্দেশ্য থেকেই সরকার এ পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, বিভিন্ন সময়ে তারা জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছেন।

আজও (সোমবার) সংসদে দাঁড়িয়ে জামায়াতের ডাকা হরতাল নিয়ে এক মন্ত্রী বললেন, এটা বিএনপি-জামায়াতের ডাকা হরতাল। অথচ এটা একধরনের মিথ্যা তথ্য। সংসদে দাঁড়িয়ে এ ধরনের মিথ্যাচারের কোনো প্রয়োজনীয়তা ছিল না। এভাবে প্রতিটি ক্ষেত্রে তারা জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছেন।


সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.