উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
আমেরিকার মটর সিটি বিশ্ব বিখ্যাত। কত মটরগাড়ী সম্পর্কিত আবিষ্কার, পদ্ধতি ও অন্যান্য আয়েজন এখানেই না হয়েছে। ফোর্ডের সেই এসেম্ব্লী লাইন সিস্টেমে কারখানার কাজ করনের পদ্ধতি, টাইম স্টাডি, মোশান স্টাডি ইত্যাদি শিল্প জগতের ইতিহাস গল্প এখানে গড়া হয়েছে।
গতকাল পরিবারকে এই শহর দূর থেকে দেখাতে উইন্ডসর নিয়ে গিয়েছিলাম। লোকমুখে শুনা, শহরটির গত অর্ধ শতকের চাঞ্চল্য পরিবেশ আর নেই।
কবে আসবে কেউ বলতে ও পারেনা।
ষাট দশকে ভৈরব আর চাঁদপুর - খুলনার পাট কারখানার রম রমা শহরের ন্যয় হয়তো। যখন পাট কারখানর শ্রমিক বাড়ী যাবার পথে চায়ের দোকানে বিকেলের বা সন্ধ্যার তৃপ্ত ও পরিপূর্ণ নাস্তা করে নিত। ভিষন ব্যস্ত ছিল সে সময়কার পাটকলের আশেপাশের ব্যবসা গুলো।
উইন্ডসরের (যেটি নদীর ওপারে ক্যনাডায়) বেশ কিছু জনগন নদী পার হয়ে (অবশ্য টানেলে করে গাড়ী দিয়ে) ডেট্রয়েটেই কাজ করতে যেতেন দৈনিক।
সেই ডেট্রয়েটের কিছু ছবি, ক্যনাডা সাইড থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।