আমাদের কথা খুঁজে নিন

   

কমিটির সাফল্যে সংশ্লিষ্ঠদের সবাইকে একটা করি বাড়ি গিপটু ....তাদের সকলের আন্তরিক সাহায্যের!!! পুরষ্কার হিসেবে......

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কমিটি গঠিত হয় সামুও এর বাইরে নয়। সব প্রোগ্রামের শেষেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ নামক একটি কলাম দেখতে পাই এখানে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে সাহায্যকারী অথবা কাউকে খুশি করা জন্য তার নাম দিয়ে ধন্যবাদ দেয়া হয়। কিন্ত বিগত ভালবাসা দিবসে জৈনক ব্লগার ভালবাসায় ভেসে গিয়ে এই ছোট্ট একটি ভুল করে কৃতজ্ঞতা প্রকাশ নামক একটি কলাম প্রকাশ করেননি...ব্যাস তার বিরুদ্ধে অভিযোগ উঠে.... ব্যাস তক্ষনাৎ ঘটনার সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে জনাব রাজর্ষি-কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত কমিটি গঠন করা হয়ঃ ০১। ছাইরাছ হেলাল---------------অর্থ সম্পাদক। ০২।

মাহীফ্লোরা--------------------সদস্য। ০৩। সৈয়দা আমিনা ফারহিন------সদস্য-সচিব। ০৪। রেজওয়ানা-------------------সদস্য।

০৫। আবদুল্লাহ আল মনসুর------সদস্য। ০৬। ফটো পাগল--..................সদস্য। ০৭।

রাজর্ষি-----------------------আহবায়ক। কিন্তু ভালবাসা দিবস+বসন্ত উৎসব উপলক্ষে কমিটি পরদিন হইতে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরদিন সন্ধ্যা ৭.০০ টার মধ্যে অভিযুক্ত ও অভিযোগকারী-কে তাদের নিজ নিজ বক্তব্য কমিটির আহবায়ক/সদস্য-সচিব বরাবরে জমা দেবার এবং একই দিন রাত্র ১০.০০ ঘটিকায় কমিটির সম্মুখে তাদের উপস্থিত হবার জন্য নির্দেশ প্রদান করে। পরবর্তীতে কমিটির সদস্য জনাব আবদুল্লাহ আল মনসুরের কমিটির প্রতি অবমাননাকম হুমকি এবং অভিযুক্তের সহিত গোপন সম্পর্ক (মামু-ভাগিনা) পুনঃ প্রকাশিত হওয়ায় তার পরিবর্তে জনাব দু' পেয়ে গাধ-কে কমিটিতে অর্ন্তভুক্ত করে তাকে কমিটির সুরক্ষার দায়িত্ব প্রদান করা হয়। কমিটির তদন্ত এবং সুপারিশ বিভিন্ন ভাবে কমিটির কার্যক্রমে বাধা প্রদান করা হয় এবং সদস্যদের নিম্নোক্তভাবে ব্যাস্ত করিয়া দেয়া হয়ঃ ০১।

ছাইরাছ হেলাল---------------হাতুড়া দিয়া ছবি তোলতে গিয়ে হাতুড়া ভেঙ্গে গেছে। ০২। মাহীফ্লোরা--------------------তোমারই বিরহে রহিব ঘিরিয়া...। ০৩। সৈয়দা আমিনা ফারহিন------হ্যালুসিনেশনে পড়ে গেছেন কোন পক্ষে যাবেন।

তাই অত্যন্ত সততার সাথে পদত্যাগ করেছেন। ০৪। রেজওয়ানা-------------------কালো টুপির সন্ধানে...ময়মনসিংহ। ০৫। দু পেয়ে গাধ------টুপি+মোজা পড়া এন্টি পার্টির হাত হতে বীরের মতো আহবায়কে রক্ষা করছেণ+পার্ট টাইমে পরীক্ষায় নকল করার প্যাটিস করতাছেন।

০৬। ফটো পাগল------------------ক্যামেরা ল্যান্স বাদ দিয়ে ফ্রিল্যান্সার হয়ে আর ফ্রি খুজতে গিয়ে হারিয়ে গেছেন। উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে কমিটির সবাই ব্যাস্ত থাকায় কমিটির আহবায়ক রাত্র ১০.০০-১১.১০ ঘটিকা পর্যন্ত একাই অভিযুক্ত ও অভিযোগকারী উভয় পক্ষের বক্তব্য শোনো তাদের মধ্যে চমৎকার মধ্যস্থতা করিয়া দিয়েছেন। তাছাড়া উভয় পক্ষই তাহাদের ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন না করার সিদ্ধান্ত নিয়েছেণ। উল্লেখ্য যে, অভিযোগকারী রাজনীতিতে তার ক্যারিয়ার শুরুর প্রাক্কালে এসব ছোটখাট ব্যাপার দেখেও না দেখার ভনা করা শিখছেন তাই তিনি তার অভিযোগ একরকম তুলেই নিয়েছেন, তার এ উদ্দ্যেগ দৃষ্টান্ত স্বরুপ।

তাছাড়া সরেজমিনে তদন্তকালে রাত্র ৯.৫৯ মিনিটে আলোচ্য অভিযুক্ত পোস্টের ৫৯ নং কমেন্ট এবং রাত্র ১১.৩৬ মিনিটে একই কমেন্টের জবাবে অভিযুক্তের পরোক্ষভাবে অন্যায়ের শিকার কমিটির আহবায়কের সুক্ষ দৃষ্টিতে নজরবন্দি হয়েছে। এমতাবস্থায় অভিযোগকারীর মহানুভবতা এবং অভিযুক্তের পরোক্ষ দোষ স্বীকারের প্রেক্ষিতে অভিযোগটি পেপসোডেন্ট করা হইল। তবে কমিটি সকল মামু ভাইগনা-কে আসন্ন গ্রীষ্মে মোজা ও টুপি পরিহার করে শুধুমাত্র জেন্টস স্টাইলিশ ছাতা ও সেন্ডেল ব্যবহারে পরামর্শ দেয়। সাথে বসন্ত পার হবার পূর্বেই বেয়াড়া ভাগ্নেকে চোখের ডাক্তার দেখাইয়া তাহারা বাম পাশের শুন্যস্থান পূরণে জন্য কিছু একটা করার ব্যাপারে মামাকে বিশেষ পরামর্শ প্রদান করে। পুনশ্চঃ কমিটির কার্যক্রমে উভয় পক্ষ একান্তই খুশি বিধায় তাহারা দুজনই পরবর্তী সাক্ষাতে আহবায়ককে টাঙ্গাইলের চমচম ও রসমলাই খাওয়াইবেন বলিয়া একমত হইলেও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের জন্য কি ব্যবস্থা করিবেন তা নিয়ে উভয়ের কেহই এখনও ঐক্যমতে আসতে পারেন নাই।

আহবায়কের চেম্বার ত্যাগের প্রাক্কালে উভয়কেই এ নিয়ে বেশ চিন্তিত দেখায়। অবশ্য ইহাতে আহবায়কের কোন মাথাব্যাথা নাই, তিনি মনের আনন্দে কফি খাইতে খাইতে ....ব্লগাইতেছেন। উপরোক্ত কমিঠি গঠন এবং সুষ্ঠ তদন্তের সাফল্যের প্রেক্ষিতে আহবায়ক সবাইকে হৃদয় নিংড়ানো ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সংশ্লিষ্ঠ সকলকে ধণ্যবাদ প্রকাশের প্রমান স্বরুপ একটি করে ভার্চুয়াল বাড়ি (হোম পেজ) উপহার দিচ্ছি.... প্রথমেই আমার টা নিয়ে নেই..... আমার টা......... অভিযুক্ত জিশান ভাই.......... অভিযোগকারী...... হেলাল ভাই যিনি শেয়ার ব্যবসায় বেশ লাভ পাইছেন পদত্যাগকারী সহানুভুতিশীল নিরপেক্ষ সদস্যা... চারকোনা কালো টুপির সন্ধানে..... বিরহ শেষে এখন যিনি তার কবিতা চোরের পিছনে ছুটছেন ক্যামেরার ল্যান্সের আগে যিনি ফ্রি লাগিয়ে ফ্রিল্যান্সিং দৌড়ে নেমেছেণ... আমাদের কমিটির ফাইটার...দু' পেয়ে গাধ.... আমাদের লেডি গ্যাংস্টারের টা..... বিয়ে করতে না পাইরা মাথা খারাপ ভাইগ্নার টা........ দুই ফাইটার....... যাকে কমিটিতে না নেয়ায় রাগ করেছে..সেই সুখ পাখি.. সবশেষে আমাদের ফুল কমিটি উৎসর্গ......ব্লগার.....শাহেদ ৬৯ বিঃ দ্রঃ উপরের লেখাটি লেখক একান্তুই দুষ্টুমি করার জন্য লিখেছেন। এ থেকে কারো কোন রাগ-ক্ষোভ-......+...... তৈরী হলে তা একান্তই অনিচ্ছাকৃত কাকতালীয় মাত্র।

তবে পোস্টের সংশ্লিষ্ঠ কেউ তা প্রকাশ করেন প্রয়োজনে পোস্ট সংশোধন/ড্রাফট করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.