ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির ওপর অনাস্থা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে ছয় সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাদের হত্যাকারীদের বিচার দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালও সাধারণ শিক্ষার্থীরা এ বিচার চেয়ে ক্যাম্পাসে মিছিল, মিটিং ও সমাবেশ করেছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ওপর নিজেদের অনাস্থার কথা জানান এই অনুষদের শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তদন্ত কমিটিতে আশরাফুল হক হলের প্রাধক্ষ্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকায় তদন্তের কাজ ব্যাহত হবে। দায়িত্বে অবহেলার কারণে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে আবার তাদের তদন্ত কমিটিতে রাখা হয়েছে। অনাস্থার বিষয়টি মাৎস্য বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে জানানো হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে সাদকে হলের ভেতরে ২০৫ নম্বর রুমে মারধরের সময় কেন হল প্রশাসন জানল না, হলের কর্তব্যরত কর্মচারীরা কোথায় ছিল, হলে অ্যাম্বুলেন্স আসার ঘটনা কী করে হল প্রশাসনের অজানা থাকে, প্রক্টর সেকশনের গোয়েন্দা প্রতিটি হলে থাকলে ওইদিন তারা কোথায় ছিল, হেলথ কেয়ারের ডাক্তার কেন হলের প্রভোস্ট কিংবা প্রক্টরকে বিষয়টি জানায়নি, সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই যদি আন্দোলন করা হয় তাহলে কেন হত্যার বিচারের দাবিতে আলাদা মঞ্চ তৈরি হলো? তা জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখা হয় সংবাদ সম্মেলনে। হত্যাকারীদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিজয়'৭১ এ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।