বাঁধন ছিড়ে মুক্ত হলাম
আমরা খাচাঁর পাখি,
পৃথিবীটা দেখবো ঘুরে
রাখবো নাকো বাকি।
সূর্য আলো পরশ বুলাই
চাঁদের আলো চুম,
ভোরের হাওয়া প্রাণ ছুয়ে যায়
ভাঙ্গাই মনের ঘুম।
আমার গায়ে আদর রাখে
ফুল পরীদের দল,
নাচছে তারা আমাই নিয়ে
বাজিয়ে তাদের মল।
পাখিরা সব আসছে ছুটে
গাইবে নাকি গান!
আমার গলাই নেই কোন সুর
হয় না কোন তান।
তবুও আমি চুপ করে নেই
কোরাস মেলাই গানে,
যেই গানেতে দুঃখ মুছে
আসছে খুশি বানে।
এরই মাঝে দিনের শেষে
নামলো আধাঁর কালো
হাজার তারা উঠল জেগে
দেখায় তারা আলো।
তাই বলে কী জোঁনাক পোকা
থাকবে বসে চুপ?
ঝিলিক বাতির ঝিলমিলিতে
দেখায় তাদের রুপ।
খাঁচার পাখির বিশ্ব দেখার
এইখানে হল ইতি,
ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে
স্বপ্ন দেখি স্মৃতির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।