আমাদের কথা খুঁজে নিন

   

তারপরও নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এই তমাশা কি ঠিক হচ্ছে????



পাবনায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে পাবনায়। সে মামলায় নোবেলজয়ী একমাত্র বাংলাদেশিকে আগামী ১৮ এপ্রিল হাজির হতে বলেছে আদালত। কিছু দিন আগে শক্তি দধিতে ভেজাল এই মামলায় ৫০০০টাকা মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন.............ইদানিং তাকে নিয়ে প্রধামন্ত্রী সহ, বিরোধী দলিয় নেত্রী, মন্ত্রী আমলা. কয়েকদিন আগে মানবাধীকার কমিশনের হর্তা কর্তা (জ্ঞান বিলি কারক) মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটা তামাশা শুরু করেছেন................... নোবেলজয়ী ড: মো: ইউনুস কে আমরাই বলেছিলাম আমাদের বাঙালিদের গর্ব বলেছিলেন প্রধামন্ত্রী, বিরোধী দলিয় নেত্রী, মন্ত্রী আমলা. সবাই আর এখন উনি সবার কাছে খারাপ হয়ে গেল একজন সাবেক নোবেলজয়ী অমর্তসেনকে সাথে নিয়ে বই মেলা উদ্দোধন করা হয়েছে আর আমাদের নোবেলজয়ী ড: মো: ইউনুস কে সাথে নিলে অনুস্ঠানটি আরো সাফল হত, আমরা আমাদের সম্পদকে মূল্য দিতে জানি না শুধু বিদেশীদের তেল দিই .............. আসল রহস্য কি জানেন নাকি কেহ??????????????? ড. ইউনূসকে অবসরে যাওয়ার আহবান সরকারের (কেন????) Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।