নীল হ্যা-আমাদের সম্পর্কের স্বাভাবিকতা অথবা সমাজিকতা হয়ত কখনও বিলুপ্ত হবে না,ঘনিষ্টতার কালবৈশাখীতে আমরা পরস্পরের মধ্যে ভেঙ্গেচুরেও যাব বারবার-দৃশ্যত কোথাও কোন ব্যঘাত ঘটবে না। তারপরও তোমার আমার পথ আর এক রইল না। তোমাকে ভালবাসি বলেই পথ করে দিলাম,তুমি যে পথ পছন্দ করেছো সে পথেই। তোমার পছন্দেই তোমার যৌবন উদযাপিত হোক পথবধু হিসেবে বিছানা থেকে বিছানায়, ঐসব হিজড়ার সাথে যারা শাহবাগের রণাঙ্গন এড়িয়ে যায়,যারা মা‘য়ের ধর্ষিতার পক্ষ নেয়-দূর্ভাগ্য মায়ের যে, অসীম মমতার দূর্বলতায় এইসব নপুংসুক সন্তানদের তিনি জন্ম দিয়েছিলেন। তুমি গোলাপী পোশাকে গোলাপী ওড়নায় ঘোমটা দিয়ে চলে গেলে এক নপুংসকের দ্বি-চক্র যানের পেছনে বসে, নস্টা হয়ে আরেকটি নষ্ট রাতের গন্তব্যে।
অথচ এ যুদ্ধ তোমারও ছিল,তুমি আসলে না। আমি রণাঙ্গনে,সর্তক চোখ,নির্ঘূম রাত। এ আমার যুদ্ধ,এ আমার যৌবন। আমি আমার মাযের ধর্ষিতার মুণ্ড নিয়েই ফিরব। আমি শাহবাগে আছি,থাকব অনন্ত।
-১৪ ফেব্র“য়ারি,হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।