কীট
আমরা সবাই চারিদিকের অত্যাচারে, যন্ত্রনায়, কষ্টে মনে হয় পালাই কোথাও দুরে।
কিন্তু তারপরও জেরোলিনের বেহালা গানের মতো ফিরে আসি নিজ গন্তব্যে।
যাবো কোথায়..........যাওয়ার তো যায়গা নেই, পৃথিবী টা গোল।
বন্কিম চন্দ্র তার বইয়ে বলেছেন"আকাশে উড়ার সময় নাকি নিজের প্রতিচ্ছবি দেখা যায়, গান শোনা যায়, আর ও কত কিছু " সবকিছুই ফিরে আসে।
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রীয়া রয়েছে।
সেখানেও সবকিছু ফিরে আসে।
আমরা জন্মেছি যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাওয়ার জন্য।
আবার ফিরে আসি ধানসিড়িটির তীরে।
তাই ফিরে আসা নতুন কিছু নয়। কোন কিছূ হারায় না ।
ফিরে আসে আবারো হয়তো ঠিক সেইরুপে বা অন্যকোন রুপে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।