I believe-If you have something useful to others then give it, this habit would make our planet a piece of heaven.
আকাশে কালো মেঘ দেখলেই-
মনে হয় আর কখনো নীল হবে না আকাশ;
কালো চাদর আরো কালো হবে-
সুরঙ্গের গভীরে আলকাতরার মতো জমে থাকা অন্ধকার
যেন কখনো দূর হবে না।
অথচ এক সময় সুরঙ্গের দৈর্ঘ্য শেষ হয়ে আসে
কোন এক সবুজ মাঠের প্রান্তে,
আর সুরঙ্গের প্রান্ত শেষ হলেই=
শুরু হয় স্নিগ্ধ শিশিরের সমাগম
সাগরে ঢেউ উঠে, জমে উঠে জীবনের ফেনা
ভালো লাগার সুর গুলো মিশে যায় তরঙ্গে তরঙ্গে
মনে হয়- কথনো আঁধারই ছিলো না এ তল্লাটে।
ক্রমাগত আধাঁরের পথ ধরে এগুতে থাকি
বিবর্ণ জীবনের বর্তমান থাকেনা চিন্তার মূল স্রোতে,
আকাশের দিকে তাকালেই মন ভরে উঠে-
ঐতো বিশাল শূন্যের উপারে কী বিস্তৃত তারকার মেলা,
দূরত্বের সীমানা পাড়ি দিয়ে আছড়ে পড়ে চোখের গভীরে
বহু রং আলোর স্রোত ।
জীবনের প্রান্তগুলো
ভালো লাগার মুক্তাদানায় ভরে উঠে,
আধাঁরের প্রলয় ধরে উঁকি দেয়
জীবনের সোনালী সোপান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।