প্রতিদিনের সূর্যোদয়ে
হৃদয়ের আঙ্গিনায়
জলের অতল থেকে সুখ-দুঃখ
করতালি দেয় নিপূণ হাতে।
মিলনের স্বপ্নজালে
বিরহের মাঝে
সত্যি কি
লিখবে কেউ প্রেমের
কবিতা খুব কাছে এসে
গোলকধাধায় ঘুরেঘুরে।
আছড়ে পড়ে ব্যাথার ঢেউ সৈ্কতে
পাথরের নুড়ির সাথে ছুঁয়ে যায় মন
আধোমুখে বসে দেখি
ভাসোমান শ্যাওলা।
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে
ঢেলেছি অজস্র জলধারা।
দীর্ঘতর চেতনার কাছে
নিজকে সমর্পিত করে
বড়ো ইচ্ছে করে তোমার কাছে যাই
আবার সেই পুরোণ গানের মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।