আমরা সবাই নাৎসি, বাংলা হবে জার্মানী... ;)
আট বছর ক্লিন্টন প্রশাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি অযোগ্যতায় যখন আমেরিকাবাসী টতস্থ ...... এমনই এক সময় আমেরিকা ও বিশ্ববাসীর মুক্তির বার্তা নিয়ে এল জর্জ ডাব্লিও বুশ। অবশ্য ডেমক্রেটরা নিজেদের হাতে ক্ষমতা রাখার রাখার সব চেস্টাই করেছিল, আদালত পর্যন্ত গিয়েও শেষ রক্ষা হয়নি... জনগন সব ষড়যন্ত্র ছিন্ন করে প্রিয় নেতা জর্জ ডাব্লিও বুশকে ক্ষমতায় নিয়ে আসে।
কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় ষড়যন্ত্র। একটা দল যারা ক্ষমতায় গিয়েও কোন কাজ করে না ক্ষমতার বাইরে থেকেও সরকারকে সাহাজ্য করে না... সেই দল্টাই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠির সাথে আতাত করে সারা বিশ্বজুড়ে এক নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করে। বুশ প্রশাসন অবশ্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্রকারীদের নেটওয়ার্ক ভেঙ্গে দেয়।
টানা আট বছর সাফল্যের সাথে পার করার পর এক নীল নক্সার নির্বাচনে ক্ষমতা দখল করে ডেমক্রেটরা। জনগন চোখের জলে বিদায় তাদের প্রিয় নেতা জর্জ ডাব্লিও বুশকে ।
বুশের বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু ছবিঃ
দক্ষ ক্রিকেট খেলোয়াড় বুশ
ভুট্টা ভালো পান বুশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।