আমাদের কথা খুঁজে নিন

   

শতাব্দীর সন্তান পর্ব- ০১

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা লাখনৌ। ভারতের উত্তর প্রদেশের রাজধানী। ভীষণ ব্যস্ত নগরী। কয়েক বছর হল, ঘন ঘন লাখনৌর আকাশে হেলিকপ্টার ছুটে বেড়ায়। গমগম শব্দে কাঁপে নগরী।

কখনো দ্রুতগামী বিমান শাঁ করে উড়ে চলে আসে। সাধারণ পথচারী এবং বাচ্চারা মাথা উঁচু করে তাকিয়ে থাকে আকাশের দিকে। লাখনৌ শহরের কেন্দ্রস্থলে নদওয়াতুল উলামা মাদরাসা। শুধু আলিফ বা তা পড়ার মাদরাসা না। আরবী, উর্দু এবং ইংরেজীও পড়া হয় এ শিক্ষালয়ে।

দূর দূরান্ত তো বটেই, আরব দেশ থেকেও ছাত্ররা ছুটে আসেন এ আঙিনায়। লাখনৌর পুলিশ কর্মকর্তা এবং সরকারী পদস্থ অফিসারদের তটস্থ থাকতে হয় সবসময়। আজ আসলেন খাদ্যমন্ত্রী। কাল আসছেন লোকসভার ভাইস চেয়ারপার্সন। হেলিকপ্টার নামিয়ে লাখনৌতে নামছেন কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী।

অবস্থার বারটা বাজে যখন খবর আসে, স্বয়ং ইন্দিরা গান্ধী আসছেন লাখনৌতে। রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে নয়, তিনি যাবেন নদওয়া মাদরাসায়। এখানে এসেছিলেন রাজীব গান্ধীও। তাদের প্রটোকল ও নিরাপত্তা নিয়ে ঘুম নেই প্রহরীদের চোখে। কার সাথে তাদের এত প্রয়োজন? আপাত দৃষ্টিতে তিনি সাধারণ একজন মানুষ।

ধুমকেতুর মত তিনি সবাইকে মোহিত করে রেখেছেন, ব্যাপারটি তাও নয়। শুধুই কি ভারত!! সারা আরব পৃথিবী এ শায়খের নামে মোহগ্রস্ত হয়ে আছে। তার সামান্য অসুস্থতার সংবাদে ছুটে আসেন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আরব থেকে ছুটে আসেন বড় বড় কবি সাহিত্যিক আর পন্ডিতেরা। তার আশপাশ ঘিরে রাখে একদল পিপাসার্ত মানুষ।

তবে কী তার কর্মযজ্ঞ? তার জীবনের শুরুর দিকের ঘটনা। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি লিখেছিলেন একটি বই। পৃথিবীর সর্বাধিক বিক্রিত গ্রন্থের তালিকায় সেটি স্থান করে নিয়েছিল সেসময়। বইটির বিষয়বস্তু এবং লেখনী অবশ্যই ভিন্ন। মুসলমান এবং সমগ্র পৃথিবীর নানা পালাবদলের এমন সুতীক্ষè বিশ্লেষন হৃদয়ে ঝিম ধরিয়ে দেয়।

অনেক লুকিয়ে থাকা সত্যের আবরণ খুলে দেয়। এমন কিছু কারণেই পশ্চিমা বৃদ্ধিজীবিরা উদ্বিগ্ন বইটি নিয়ে। বৃটেনের হাউস অব কমন্সে দাঁিড়য়ে ভাষণ দিচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার হাতেও এ বই। ইসলামের এমন বিশ্লেষণ পড়ে তিনি শংকিত এবং হতবাকও।

বইটি এক হাতে উঁচু করে তিনি বলে চলেছেন তার ভাষণে, যুক্তরাজ্য লেখকদের স্বাধীনতায় পূর্ণবিশ্বাসী। আমাদের বৃটেনে কোন বই নিষিদ্ধ করার আইনগত সুবিধা নেই। যদি তা থাকতো, আমি এ বইটি নিষিদ্ধ করার সুপারিশ এ মহান হাউসে তুলে ধরতাম। এই বই্টিই শুধু তার কর্ম নয়। তিনি একজন আলেম এবং গবেষক।

লেখক এবং দিকনির্দেশক। তাকে নিয়ে লিখছি, কারণ তার মতো লোক শতাব্দীতে হয়ত একবারই আসে। তার জীবনগল্প কর্মময়। তার ইন্তেকালের ঘটনা যে কাউকে বিস্মিত করে রাখে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.