চলো আবার সবুজ গড়ি
ধুয়ে যাবে কত- না জানা দুখের নীল অধ্যায়
পৃথিবী জানবেনা- কোথায় তারা হারিয়ে যায়।
আকাশের ঘরে মুখ লুকিয়ে কাঁদে শতাব্দী মেঘের ডানায়
আরো কত পথ ঘুরে ঘুরে চিল চাঁদটাকে তার দুঃখ জানায়।
মন মসজিদে দাউ দাউ করে ঐ সুদুরের গ্রানাডা জ্বলে
নেভেকি অনল এই পৃথিবীর কোনো ফোরাতের লোহিত জলে?
আরো বারে সে টিপাইয়ের মুখে ষড়যন্ত্রের চিতকারে
লাখো মানুষের স্বপ্ন, আশা, শেষ ভরসার নিদ কারে।
এক পদ্মা শুকিয়ে কাঁদে লাখো পদ্মার অন্তরে
পৃথিবী অবাক! নদী পুড়ে যাক ভীন বাবুদের মন্তরে।
ভাষানীরাতো একবারই আসে, বার বার কভু আসেনা
তবু ফারাক্কা সব বাঁধে আজো,এক ফোঁটা জল ভাসেনা।
এভাবেই তোরা মার খেয়ে যাবি সিরাজের থেকে আজি এ দিন?
কভু জাগলিনা পার হয়ে গেলো কতো সহস্র রাত্রিদিন।
হাড়ে কি তোদের মজ্জাও শেষ?তাই ভালো তোরা ঘুমিয়ে থাক,
বন্ধুর সাজে শত্রুরা এসে মানচিত্রটা চিবিয়ে খাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।