আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যা রায়ের প্রতিবাদে মুখর জিন সম্প্রদায়

বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি সায়েদী হুজুরের মুক্তির দাবিতে "কহেকাফ" হইতে জিন বাদশার আগমন। তিনি একই নন নির্ভর যুগ্য সূত্র থেকে জানা গেছে হুজুরের মুক্তির দাবি ও মাহমুদুর রহমানের কাছ থেকে অটোগ্রাফ নিতে হাজার-হাজার জিন ও পরি বাংলাদেশের উদ্দেশে রওনা করছে। ছাগু সমাজের প্রতি বাংলাদেশের মানুষের নির্মম আচরণে মর্মাহত জিন সম্প্রদায়। প্রতিবদে মুখর জিন-পরি রা কাল আজিমপুর কবরস্থানে এক প্রতিকী মিছিলে অংশ নেয়, এ সময় জিনদের,"হায় হুজুর-হায় হুজুর" এবং পরীদের "হায় মেশিন-হায়-মেশিন" ধ্বনিতে কেপে উঠে পার্শবর্তী এলাকার আকাশ বাতাস। এদিকে "সিনা চূহান "কে দেওয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিওতে জিন বাদশা বলেন "বাংলার মানুষ বিরাট হারামি, তারা মেশিনের মর্যাদা বুঝে না।

" এত্ত তারাতারি এত জিন সমাগম কেমন করে করলেন? এই প্রশ্নের জবাবে আবেগ আপ্লুত হয়ে পরেন জিন সম্রাট, তিনি বলেন, আলিফ-লায়লা বন্ধ হয়ে যাবার পরথেকে কর্মহীন হয়ে পরেছে জিন সমাজ, পকেটে টেকা -টুকা নাই, ঘরেও শান্তি নাই। আমাদের এই দুরবস্থায় ত্রানকর্তার মত হাজির হয়ছেন জনাব মহা মধু ইবনে কদু রহমান, তিনি বলছেন সায়েদীর মুক্তির দাবিতে মিছিল করলে টেকা -টুকা কিছু দিব। শুধু মাত্র মিছিল করেই ক্ষান্ত নন এই প্রতিভাবান জিন, আগামী শ্ক্কুর বার অনন্ত জলিলের সাথে সাক্ষাতের কথাও রয়েছে তার। অনন্ত জলিলর পরবর্তী ছবিতে তাকে ভিলেনের চরিত্রেও দেখা যেতে পারে, অনন্ত জলিলের সাথে সাক্ষাতকে সামনে রেখে তিনি এরইমধ্যে এফ . এম . মেথরডের ইংরেজি ক্লাস্সেও অংশ নিচ্ছেন। তার ইংরেজি ক্লাস কেমন যাচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি আমাদের "ভা ভা ব্লাক শিপ" কবিতা থেকে কয়েক লাইন আবৃতি করে শোনান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.